আমার সকাল : ব্রাজিলে যেতে আর ভিসা লাগবে না ভারতীদের! ঘোষণা প্রেসিডেন্ট বলসোনারোর

নিজস্ব প্রতিনিধি : ব্রাজিল যেতে হলে আর লাগবে না ভিসা। ভিসা জোগাড়ের ঝক্কি ছাড়াই ভারতীয়রা পাড়ি দিতে পারবেন ফুটবলের দেশে। চিন সফরে এসে বৃহস্পতিবার এমনই খুশির খবর শুনিয়েছেন ব্রাজিলের প্রেসিডেন্ট খেয়ার বলসোনারো।

এ বছরের গোড়ায় ক্ষমতায় আসার পরেই প্রেসিডেন্ট বোলসোনারো ঘোষণা করেছিলেন, ব্রাজিলে ঢোকার জন্য বিভিন্ন দেশের পর্যটক ও ব্যবসায়ী, শিল্পপতিদের এখন যে ভিসা করানোর হ্যাপা পোহাতে হয়, তার আর দরকার হবে না। অন্যদিকে, পর্যটনকে চাঙ্গা করতে বিশ্বের বেশ কিছু উন্নত দেশের নাগরিকদের জন্য ভিসা প্রক্রিয়া শিথিল করার বিষয়ে জোর দেন তিনি। আর সেই দেশগুলির তালিকায় ছিল  ভারতও। বৃহস্পতিবার চিন সফরে এসে নয়া ভিসা নীতি নিয়ে আলোচনা করেন বলসোনারো। তিনি ঘোষণা করেন, ভারতের নাগরিকদের ব্রাজিল যাওয়ার ক্ষেত্রে কোনও ভিসা লাগবে না। বিনা ভিসাতেই ব্রাজিলে প্রবেশের অনুমতি পাবেন ভারতীয়রা। শুধু তাই নয়, চিনের নাগরিকদের ক্ষেত্রেও প্রযোজ্য হবে এই ভিসা নীতি। অর্থাৎ বিনা ভিসাতে ব্রাজিলে যেতে পারবেন চিনের নাগরিকরাও।

https://aamarsakal.com/2019/10/25/aamar-sokal-october-19-the-beggar-received-tk-6-million-in-begging-from-outside-the-hospital/

এবছরের শুরু থেকেই উন্নত দেশগুলির নাগরিকদের জন্য ব্রাজিলে ঢোকার ভিসা প্রথা তুলে দেওয়ার প্রক্রিয়া শুরু হয়ে যায়। প্রথমে সেই সুবিধা পেয়েছিলেন আমেরিকা, কানাডা, জাপান ও অস্ট্রেলিয়ার পর্যটক ও ব্যবসায়ী, শিল্পপতিরা।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন