নিজস্ব প্রতিনিধি : ব্যাঙ্কে এসেছিল এক মহিলা! নিজের অ্যাকাউন্টের থেকে অন্যের অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করবে বলে। কিন্তু তিনি ট্রান্সফারের জন্য চেকে যে টাকার অংশটালিখেছিলেন, সেই পরিমাণ টাকাই ছিল না ওই ব্যাংকে। কপালে চিন্তার ভাঁজ পড়ে যায় ব্যাঙ্ক কর্মীদের। সম্প্রতি সে চেক ভাইরাল হয়ে যায় স্যোশাল মিডিয়ায়।
জানা গিয়েছে, লেবাননের বাসিন্দা মহম্মদ আওয়াদ। সিডন শহরের এক বড় হাসপাতালের দরজার বাইরে বসে ২৪ ঘন্টা ভিক্ষা করেতে মহম্মদ আওয়াদ। ওই হাসপাতালের বাইরে বসে প্রায় ৬.৩৭ কোটি টাকা ভিক্ষা পেয়েছেন তিনি। কি অবাক লাগলো তো শুনে? কিন্তু এটাই সত্যি কথা।
https://aamarsakal.com/2019/10/25/aamar-sakal-sitting-in-the-city-the-edge-of-23000-cases-call-the-police-in-lalbazar-thank-the-cops-of-london/
ওই হাসপাতালের এক নার্সের থেকে জানা গিয়েছে, গত ১০ বছর ধরে একইভাবে হাসপাতালের প্রবেশদ্বারে বসে ভিক্ষে করছেন ওই মহিলা। তাঁকে ভিখারিণী হিসেবেই চেনেন গোটা এলাকার মানুষ। আর সেখান থেকে ওই ভিখারিণীর ব্যংক অ্যাকাউন্টে যে পরিমাণ টাকা পাওয়া গিয়েছে, ভারতীয় অর্থে তার পরিমাণ ৬.৩৭ কোটি টাকা।