আমার সকাল: অ্যামাজনের সিইও জেফ্রি বেজোসকে সরিয়ে সেরা ধনীদের তালিকায় এক নম্বরে বিল গেটস

নিজস্ব প্রতিনিধি— একেবারে নাটকীয় উত্থান-পতন! বৃহস্পতিবার আমাজনের শেয়ার পড়ার সঙ্গে সঙ্গে বিশ্বের শ্রেষ্ঠ ধনীর স্থানও হারাতে হল অ্যামাজনের সিইও জেফ্রি বেজোসকে। ফোর্বস-এর সেরা ধনীর তালিকায় এক থেকে দুই নম্বরে নেমে এলেন তিনি। ধনীতম ব্যক্তির শিরোপা ফের ছিনিয়ে নিলেন মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস।

স্টক মার্কেটে অ্যামাজনের শেয়ার মূল্য পড়েছে প্রায় সাত বিলিয়ন ডলার। বৃহস্পতিবার অ্যামাজনের শেয়ার-মূল্যে ৭% পতন ঘটে ১০৩.৯ বিলিয়ন ডলারে নেমে এসেছে। বিল গেটসের বর্তমান সম্পত্তির পরিমাণ ১০৫.৭ বিলিয়ন ডলার। টানা ২৪ বছর ধরে পৃথিবীর ধনীতম ব্যক্তি থাকার পর ২০১৮-য় জেফ বেজোসের কাছে হেরে যান বিল গেটস। পৃথিবীর প্রথম মানুষ হিসেবে ১৬০ বিলিয়ন ডলারের অধিকারী হন বেজোস।তাঁর সম্পত্তির পরিমাণ দাঁড়িয়েছিল ১৬ হাজার কোটি ডলার।  বৃহস্পতিবার বাজার বন্ধ হওয়ার আগে আমাজনের শেয়ার দর ৭ শতাংশ পড়ে যাওয়ায় ফের নিজের জায়গা ফিরে পান গেটস।বর্তমানে তাঁর সম্পত্তির পরিমাণ ১০ হাজার ৩৯০ কোটি ডলার। যেখানে বিল গেটসের সম্পত্তি ১০ হাজার ৫৭০ কোটি ডলার।

১৯৮৭ সালে প্রথমবার ফোর্বস-এর ধনী ব্যক্তির তালিকায় ঢোকে বিল গেটসের নাম। ১৯৯৫ সাল থেকে ২০০৭ সাল পর্যন্ত অবশ্য বিশ্বে ধনীদের তালিকার এক নম্বরে ছিলেন গেটসই। অপরদিকে ১৯৯৪ সালে অনলাইন-রিটেল সংস্থা আমাজন তৈরি করেছিলেন জেফ বেজোস। ১৯৯৮ সালে ফোর্বস-এর বিচারে আমেরিকার প্রথম ৪০০ জন ধনীর তালিকায় উঠে আসে তাঁর নাম। এর পরে ২০১৭ সালে ফোর্বস-এর প্রকাশিত তালিকায় বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তিদের মধ্যে তৃতীয় স্থানে উঠে আসেন জেফ।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন