আমার সকাল: পাকিস্তানের হিংলাজ মন্দির বাঁচাতে ভারতের দিকেই তাকিয়ে বালুচ নেতা

নিজস্ব সংবাদদাতা: দিনে দিনে বিশ্বের কাছে কোণঠাসা হচ্ছে পাকিস্তান। তাবড় বিশ্ব নেতাদের কাছে ভারতের নামে নালিশ করতে গিয়েও মুখ লুকিয়ে ফিরতে হয়েছে ইমরান খানকে। ভারত সহ বিশ্বের শক্তিশালী দেশগুলি পরিষ্কার জানিয়েছে সন্ত্রাসবাদে মদত দেওয়া বন্ধ করুক পাকিস্তান। কিন্তু ইমরান সরকারের বক্তব্য ছিল ভারত জোর করে সীমান্ত অধ্যুষিত এলাকায় তাদের প্রভাব খাটাতে চাইছে।

কিন্তু সতীপীঠ মরুতীর্থ হিংলাজ পাক সেনাদের কবলে থাকায় শোচনীয় অবস্থায় রয়েছে। কামাখ্যার শহরের লোকেদের ভিডিয়ো কনফারেন্সে এই কথা জানালেন স্বাধীন বালুচিস্তান আন্দোলনের সভাপতি হিরবায়ার মারি। বালোচ জাতীয়তাবাদীরা অধিকাংশই মুসলিম হলেও হিংলাজের গুরুত্ব তাঁদের অজানা নয়।গুয়াহাটির সাংবাদিকদের সঙ্গে ভিডিয়ো কনফারেন্সে মারি বালুচিস্তানের স্বাধীনতা যুদ্ধে সক্রিয় সাহায্যের আবেদন রাখেন ভারতের কাছে।

অসমের সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় জানান, অবৈধ পাক দখলদারি থেকে বালুচিস্তানকে স্বাধীন করতে সাত দশক ধরে লড়াই চলছে। এখন ভারতের দিক থেকে সক্রিয় সহযোগিতার সময় এসেছে। তিনি কাশ্মীর নিয়ে পাকিস্তানের দু’মুখো নীতির সমালোচনা করে বলেন, ‘‘পাকিস্তান সবচেয়ে বেশি নিরীহ মুসলিমের হত্যার জন্য দায়ী। গত এক দশকে বিশ হাজারের বেশি বালোচ নিখোঁজ হয়েছেন। পাক সেনারা নারী ও শিশুদেরও ছাড়েনি।

পাক অধিকৃত কাশ্মীর ও গিলগিট-বালুচিস্তানের উপরে ভারতের দাবি ন্যায্য বলে মনে করেন মারি।  বালুচিস্তানের লাসবেলায় মাকরান উপকূলের কাছে গিরিখাতে থাকা হিংলাজে সতীর সিঁদুর বা হিংগুল মাখা মাথা পড়েছিল বলে কথিত আছে। তাই হিন্দুদের কাছে হিংলাজ পীঠ খুবই পবিত্র। কামাখ্যায় পড়েছিল সতীর যোনি। কামাখ্যার সঙ্গে হিঙ্গোল নদীর পাড়ে থাকা হিংলাজ মাতার মন্দিরের উদাহরণ টেনে মারি বলেন, ‘‘আমরা ওই মন্দিরের পবিত্রতা বজায় রাখতে চাইলেও পাক সেনার অধিকারে থাকা মন্দিরের অবস্থা শোচনীয়। সতী বা ভৈরবের মন্দিরের কোনও রক্ষণাবেক্ষণ নেই।’’

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন