আমার সকাল : চন্দ্রযান ২-এর জন্য ইসরো ও ভারতকে শুভেচ্ছা প্রথম পাক মহিলা মহাকাশচারীর

নিজস্ব প্রতিনিধি : চন্দ্রযান-২-এর অভিযান ৯০ থেকে ৯৫ শতাংশ সফল, মত ইসরোর। চন্দ্রযান-২ অভিযানের পর ভারতকে শুভেচ্ছা জানালেন পাকিস্তানের প্রথম মহিলা মহাকাশচারী নামিরা সালিম।তাঁর বক্তব্য, ইসরোর এই সাফল্য মহাকাশ গবেষণার নতুন নতুন দিক খুলে দেবে।

একটি আন্তর্জাতিক সংবাদমাধ্যমে চন্দ্রযান-২ প্রসঙ্গে বলতে গিয়ে তিনি বলেন, “চাঁদের দক্ষিণ মেরুতে ল্যান্ডার বিক্রমের সফট ল্যান্ডিংয়ের ঐতিহাসিক প্রচেষ্টার জন্য আমি ভারত আর ইসরোকে শুভেচ্ছা জানাই।” নামিরা জানান, এই অভিযান হাকাশ গবেষণার ক্ষেত্রে সত্যিই একটা বিড়াট পদক্ষেপ।

স্যার রিচার্ড ব্র্যানসনস ভার্জিন গ্যালাকটিক স্পেসলাইন থেকে মহাকাশে পাড়ি দিয়েছিলেন নামিরা। তিনি আরও বলেন, “আমার মনে হয়, মহাকাশে কোনও উন্নতি হলে সেটা কোনও দেশ বা অঞ্চলের উপর নির্ভর করে না। সেটা গোটা পৃথিবীর উন্নতি করে। কারণ, পৃথিবীর উপর আমরা বিভিন্ন দেশে বিভক্ত হলেও মহাকাশটা কিন্তু আমাদের সবার এক।”

২০০৭ সালে উত্তর মেরু ও ২০০৮ সালে দক্ষিণ মেরু অভিযান করেছিলেন নামিরা। ২০০৮ সালে তিনিই প্রথম মহিলা যিনি মাউন্ট এভারেস্টে স্কাইডাইভ করেছিলেন। বরাবরই মহাকাশ গবেষণায় শান্তি ও ঐক্যের ব্যাপারে সরব হয়েছেন নামিরা।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন