আমার সকাল : রাশিয়ার পূর্ব প্রান্তের উন্নতিতে ৭ হাজার কোটি টাকা দিচ্ছে নরেন্দ্র মোদী

নিজস্ব প্রতিনিধি : রাশিয়ার পূর্ব প্রান্তের বিকাশের জন্যে আনুমানিক সাত হাজার কোটি টাকার ঋণ দেওয়ার ঘোষণা করল মোদী সরকার। পূর্বাঞ্চলের অর্থনৈতিক ফোরামে এদিন প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রী। সেখানে ঋণদানের ঘোষণা করে নরেন্দ্র মোদী বলেন, ”অ্যাক্ট ফার ইস্ট’ নীতি এখান সূচনা হল।”

এ দিন প্রধানমন্ত্রী ইস্টার্ন ইকনমিক ফোরামে ভারত-রাশিয়ার সম্পর্কের অতীত টেনে এনে বলেন, ‘‘ভারতের সঙ্গে রাশিয়ার সম্পর্ক আজকের নয়। রাশিয়ার রাজধানী ভ্লাদিভস্তকে প্রথম কনস্যুলেট করেছিল ভারতই। অন্য সমস্ত দেশের উপর তদানীন্তন সোভিয়েত ইউনিয়ন নিষেধাজ্ঞা চাপালেও ভারতের জন্য ভ্লাদিভস্তকের দরজা সব সময় খোলা ছিল।’’ এর পরেই তিনি এই ঋণদানের কথা ঘোষণা করেন।

বিদেশের মাটিতে আরও একবার ভারতের অর্থনৈতিক লক্ষ্যের কথা স্মরণ করিয়ে দিয়েছেন মোদী। এদিন প্রধানমন্ত্রী স্পষ্ট জানান, ২০২৪ সালের মধ্যে ৫ লক্ষ কোটি ডলারের অর্থনীতি হিসেবে আত্মপ্রকাশ করতে চায় ভারত। কিন্তু এই বিকাশ শুধু ভারতকেন্দ্রিক নয়। রাশিয়ার মতো মিত্রশক্তির বিকাশও সুনিশ্চিত করতে চান তিনি। রাশিয়ার প্রেসিডেন্টের প্রশংসা করে মোদী বলেন, বরফে ঢাকা রাশিয়াকে ফুলের দেশে পরিণত করেছেন পুতিন। সেই কারণেই ঋণদানের এই উদ্যোগে আগ্রহ ভারতের।

রাশিয়ায় ২ দিনের সফর শেষ করার পর ধন্যবাদজ্ঞাপন করেছেন প্রধানমন্ত্রী। টুইটারে লিখেছেন,”ধন্যবাদ রাশিয়া। অত্যন্ত ইতিবাচক সফর করেছি। বৈঠকে নেওয়া সিদ্ধান্তগুলি ভারত ও রাশিয়াকে আরও কাছাকাছি আনবে। প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, সরকার ও রাশিয়ার মানুষদের আতিথেয়তায় আমি আপ্লুত।”

 

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন