আমার সকাল: স্বামীর সিটে ঘুমাচ্ছেন স্ত্রী, ঘুম না ভাঙিয়ে বিমানে দাঁড়িয়ে রইলেন স্বামী

নিজস্ব প্রতিনিধি— ভালোবাসার বহু রূপ। বিভিন্ন মানুষ বিভিন্নভাবে ভালোবাসা ব্যক্ত করে। তবে স্ত্রীর ঘুম যাতে নষ্ট না হয় তার জন্য একটানা ৬ ঘন্টা সিট ধরে দাঁড়িয়ে থাকা! সোশ্যাল মিডিয়ার যুগে সাম্প্রতি এমনই একটি ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে বিমানের থ্রি সিটারে ঘুমাচ্ছেন স্ত্রী, আর বিমানে যাত্রী আসনের দুই সারির মাঝে দাঁড়িয়ে রয়েছেন স্বামী। ছবিটি ইন্টারনেটে শেয়ার করেছেন কোর্টনি লি জনসন নামে এক যাত্রী। এরপর ভাইরাল হয়েছে ছবিটি। ভিডিওটি দেখার পর নেটিজেনরা বিভিন্ন মতামতও দিয়েছেন। কেউ স্বামীর এই কাজে প্রশংসা করেছেন। আবার অনেকে মহিলাকে গালমন্দও করতে ছাড়েননি। অনেকে আবার প্রশ্ন তুলেছেন ছবিটির বিশ্বাসযোগ্যতা নিয়েও। একজন লিখেছেন, একেই বলে ভালোবাসা। পাল্টা একজন লিখেছেন, ওটা কোনও ভালোবাসার ছবি নয়। এটা এক স্বার্থপর মহিলার ছবি। ও কি স্বামীর কাঁধে মাথা রেখে ঘুমাতে পারতো না?

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন