আমার সকাল: হিউস্টন মঞ্চে নরেন্দ্র মোদীর “আব কি বার ট্রাম্প সরকার!” বার্তা নিয়ে সমালোচনার ঝড় উঠল কংগ্রেস মহলে

নিজস্ব প্রতিনিধি— হিউস্টনের ৫০ হাজার দর্শকের সামনের আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সম্বন্ধে যখন একের পর এক ‘গুনগান’ করছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তখন হঠাৎই মঞ্চ থেকে পঞ্চাশ হাজার আমেরিকান ভারতীয়ের সমাবেশে আওয়াজ তুললেন, “আব কি বার ট্রাম্প সরকার!” প্রধানমন্ত্রী এই বার্তার পর থেকে ভারতীয় রাজনীতিতে মোদীকে নিয়ে কংগ্রেস ছিঃ ছিঃ শুরু করলেও এটা ‘পূর্বপরিকল্পিত’ তা হিউস্টনে মোদীর মঞ্চে ট্রাম্প উপস্থিত থাকার কথা ঘোষণা করার পর থেকেই আমেরিকার রাজনৈতিক পর্যবেক্ষকরা তাঁর প্রকৃত উদ্দেশ্য আন্দাজ করতে পেরেছিলেন।

এদিকে, বিষয়টি নিয়ে প্রাক্তন বিদেশ প্রতিমন্ত্রী। আনন্দ শর্মা বলেন, “ভারত বরাবরই কূটনৈতিক ভাবে আমেরিকার দুই-দলীয় রাজনৈতিক ব্যবস্থাকে স্বীকৃতি দিয়েছে। নয়াদিল্লির কাছে ডেমোক্র্যাট ও রিপাবলিক্যানদের সমান গুরুত্ব। কিন্তু মোদী সেই শর্ত ও দু-দেশের গণতান্ত্রিক শর্তকে ভেঙেছেন। ভারতের প্রধানমন্ত্রী পদে থেকে আমেরিকার প্রধানমন্ত্রীর প্রার্থীর হয়ে প্রচার করেছেন। এটা শুধু দু-দেশের গণতন্ত্র এবং পারস্পরিক কূটনৈতিক সম্পর্কের জন্য ক্ষতিকর।”

আরও পড়ুন:  ‘৬৫’ ও ‘৭১’-এর ভুল করবেন না, কোন শক্তি বাঁচাতে পারবে না! ইসলামাবাদের দিকে কড়া হুঁশিয়ারী রাজনাথ সিংয়ের

উল্লেখ্য, ২০২০ সালে আমেরিকায় ভোট হবে। তার আগে দেখা যাচ্ছে ট্রাম্প সরকারের পক্ষে অ্যাপ্রুভাল রেট এমনিতেই কম,- মাত্র ৪৪ শতাংশ। এমনিতে আমেরিকান ভারতীয়দের বড় অংশ বরাবরই ডেমোক্র্যাটদের ভোট দিয়েছে। ২০১৬ সালের নির্বাচনেও আমেরিকান ভারতীয়দের বেশিরভাগই হিলারি ক্লিন্টনের পক্ষে ভোট দিয়েছিলেন। রবিবার হিউস্টনের মঞ্চে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে ভাবে ‘আব কি বার, ট্রাম্প সরকার’ বলে স্লোগান তুলেছেন, তাতে পরিষ্কার যে আমেরিকান ভারতীয়দের তিনি কী পরামর্শ দিতে চাইছেন।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন