নিজস্ব প্রতিনিধি— সম্প্রতি মাত্র ১৭ সেকেন্ডের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, সেখানে দেখা যাচ্ছে কাচের দেওয়ালে পিঠ ঠেকিয়ে বসে আছে একটি শিশু। আর তার পাশেই পড়ে রয়েছে বিশালাকার একটি হলুদ রঙের অজগর সাপ! আচমকায় হলুদ অজগর কাচ বেয়ে নেমে শিশুটির গায়ের উপরে পড়ল। শিশুটি ভয় না পেয়েই এমন ভাব করল এ যেন কিছুই হয়নি। কিছু পরেই শিশুটির মুখের সামনে চলে আসে সাপের মুখ! আর পাঁচটা গৃহপালিত পশুর মতোই ওই বিশালাকার অজগর সাপটিও শিশুটিকে আদর করতে থাকে, যেন শিশুটি তারা প্রিয় বন্ধু! এর পরে শিশুটির কপালে চুমুও দিতে দেখা যায় সাপটিকে। আর এই গোটা পর্বে, শিশুটি একটুও ভয় পায়নি। বরং হাসি মুখে সে-ও খেলা করেছে সাপের সঙ্গে। যেন কিছুই হয়নি, এমনটা হতেইপারে। এই ভিডিওটি সম্প্রতি আপলোড করা হয়েছে সোশ্যাল মিডিয়ায়। আপলোডের সঙ্গে সঙ্গেই প্রায় ভাইরাল হতে যায় সেটি। এখনও পর্যন্ত প্রায় কুড়ি লক্ষেরও বেশি ভিউ হয়ে গিয়েছে। শেয়ার এবং লাইকের ঝড় বইছে ভিডিও জুড়ে। ভিডিওটি দেখে সবাই চমকে উঠলেও, কেউ কেউ এই ভিডিওটির সত্যতা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছে।
দেখুন সেই ভয়ঙ্কর ভিডিও।
Abelungu 🤦🏾♀️
— Pearly Pops ♈️🔥 (@pearlz_mn) September 12, 2019