নিজস্ব প্রতিনিধি : আমেরিকার হিউস্টনের এনআরজি স্টেডিয়ামে রবিবার ছিল ‘হাউডি মোদী’ অনুষ্ঠান। দুই দেশের রাষ্ট্রপ্রধানের সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ৫০ হাজারেরও বেশি অনাবাসী ভারতীয়। তার উপরে তাঁরা এমন একটি কাজ করলেন, যা আরও বেশি করে মন কেড়ে নিল নেটিজেনদের। ছোট্ট এক শিশুর আবদারে, একসঙ্গে সেলফি তুললেন তাঁরা।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের তরফে একটি ভিডিও প্রকাশ করা হয় আজ। রবিবার টেক্সাসের হিউস্টনে অনুষ্ঠিত হাউডি মোদী অনুষ্ঠানে মুল মঞ্চের পিছনের একটি দৃশ্য ধরা পড়েছে ওই ভিডিওতে। সেই অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের সঙ্গে ঘুরে ঘুরে পরিচয় পর্ব সারেন মোদী-ট্রাম্প দু’জনেই। তখন পারফরমারদের মধ্যে থেকে এক বালক সেলফি তোলার জন্য ট্রাম্পের কাছে অনুরোধ জানান। তখন মোদী একটু এগিয়ে গিয়েছিলেন। ছেলেটির অনুরোধ শুনে মোদীকে ডেকে নেন ট্রাম্প। তার পর দু’জন পাশাপাশি দাঁড়িয়ে সেলফি তোলেন ওই ছেলেটির সঙ্গে।
— aamarsakal.com (@aamarsakal) September 23, 2019
প্রধানমন্ত্রীর কার্যালয়ের তরফে একটি ভিডিও প্রকাশ করা হয় আজ। রবিবার টেক্সাসের হিউস্টনে অনুষ্ঠিত হাউডি মোদী অনুষ্ঠানে মুল মঞ্চের পিছনের একটি দৃশ্য ধরা পড়েছে ওই ভিডিওতে। তাতে দেখা গিয়েছে, একঝাঁক কচিকাঁচা ঐতিহ্যবাহী পোশাক পরে সার বেঁধে দাঁড়িয়ে রয়েছে। সেখান দিয়েই একসঙ্গে হেঁটে আসছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
মোদী-ট্রাম্পের সঙ্গে সেলফি তোলা ওই ছেলেকে, নেটিজেনরা বলছেন, ‘লাকি বয়’। কেউ আবার বলছেন, ‘জীবনের সবথেকে স্মরণীয় সেলফি তুলে ফেলল ছেলেটি’।
এই অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার আগেই অবশ্য প্রেসিডেন্ট ট্রাম্প টুইট করেছিলেন, “বন্ধুর সঙ্গে দেখা করতে যাচ্ছি।” জবাবে প্রধানমন্ত্রী মোদীও লিখেছিলেন, “শিগগিরিই আপনার সঙ্গে দেখা হবে।”