নিজস্ব সংবাদদাতা: ভারত দীর্ঘদিন ধরে বলে আসছে সন্ত্রাসে মদত দিচ্ছে পাকিস্তান। শুধু নয়াদিল্লি নয় বিশ্বের তাবড়ও রাষ্ট্রের কর্তারা বলেছেন, যতদ্রুত সম্ভব সন্ত্রাস বন্ধ করুক পাকিস্তান। কিন্তু তাতে খুব একটা লাভ হয় নি। জানা গিয়েছে, ভারত ঠেকাতে গোপনে মাসুদ আজহারকে জেল থেকে ছেড়ে দিয়েছে ইসলামাবাদ।তবু ভারতকে চাপে রাখতে তারা মরিয়া।
আরো পড়ুন: ভারতকে ধাক্কা দিতে কি জঙ্গিদের সাহায্য নিচ্ছে পাকিস্তান? গোপনে মুক্তি মাসুদ আজহারকে
এবার ভারতের বিরুদ্ধেই জঙ্গিদের মদত দেওয়ার পাল্টা অভিযোগ করল পাকিস্তান। জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা রদ করার পর থেকেই পাকিস্তান ভারতের কড়া সমালোচনা করে আসছে। কাশ্মীরে তথাকথিত মানবাধিকার লঙ্ঘন নিয়ে রাষ্ট্রপুঞ্জ ও অন্যান্য আন্তর্জাতিক সংস্থায় তারা সরব হয়েছে।
অবশ্যই পড়বেন: ইসরো থেকে কাশ্মীর হারানোর যন্ত্রণা একই!
কিন্তু তাতে লাভের লাভ কিছু হয় নি। উল্টে বিশ্বের দরবারে মুখ পুড়েছে পাকিস্তানের।বিভিন্ন সূত্র থেকে জানা গিয়েছে, গত সপ্তাহেই ইসলামাবাদের পক্ষ থেকে দিল্লিতে বেশ কিছু নথি পাঠানো হয়েছে। তাতে দেখানো হয়েছে, একাধিক ভারতীয় এজেন্সি কীভাবে সন্ত্রাসবাদীদের সাহায্য করে। অভিযোগ, ভারতের মদতপুষ্ট জঙ্গিরা বেশ কিছুদিন ধরে পাকিস্তানের নানা অঞ্চলে হামলা চালিয়ে আসছে।
ভারতের তরফে এককথায় পাকিস্তানের অভিযোগ উড়িয়ে দেওয়া হয়েছে। দিল্লির বক্তব্য, ভারতের বিরুদ্ধে অপপ্রচার চালানোর জন্যই ওই ‘নথি’ তৈরি করেছে পাকিস্তান। পাকিস্তান নিজেই নিয়মিত জঙ্গিদের মদত দিয়ে থাকে। সেকথা আড়াল করার জন্যই তারা ভারতের বিরুদ্ধে পাল্টা অভিযোগ এনেছে।তবে পাকিস্তানের আনা অভিযোগকে গুরুত্ব দিচ্ছে না নয়াদিল্লি। দিল্লির শীর্ষমহলের বক্তব্য, ভারত বরাবর সন্ত্রাসবাদের বিরুদ্ধে। কারা সন্ত্রাসে মদত দেয় তা ভালোই জানে বিশ্বের মানুষ। তাই জঙ্গি কার্যকলাপের প্রসঙ্গে ভারতের দিকে আঙুল তোলা ভিত্তিহীন।