আমার সকাল: বিনিয়োগকারীদের উৎসাহ দিতে 'বেলি ডান্স'-এ ভরসা পাকিস্তানের!

নিজস্ব প্রতিনিধি— সাম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও আপলোড হয়েছে, সেটা দেখলে প্রথমে মনে হবে না এটা কোনও বিনিয়োগ সম্মেলন। মনে হবে এটা কোনও নাচের অনুষ্ঠান। পরে বোঝা যায়, বিনিয়োগকারীদের আপ্যায়ণের জন্যই এই বন্দোবস্ত করেছে পাকিস্তান।চন্দ্রযান-২-এর অভিযানে প্রত্যাশা মতো ফল না মেলায় ভারতকে তীব্র কটাক্ষ করেন পাকিস্তানের বিজ্ঞান মন্ত্রী ফাওয়াদ হুসেন। এদিকে বিদেশি বিনিয়োগ টানতে সেই পাকিস্তানকেই বেলি ডান্সারদের সাহায্য নিতে হচ্ছে। বাণিজ্য সম্মেলনে ‘বেলি ডান্স’-এর আয়োজন করতে হচ্ছে! ভাইরাল হওয়া এই ভিডিওটিকে জুড়ে সামালোচনার ঝড় উঠেছে। এমনকী খোদ নিজেদের দেশের লোকই এর সমালোচনা করছেন।

আরও পড়ুন: ভারতকে ধাক্কা দিতে কি জঙ্গিদের সাহায্য নিচ্ছে পাকিস্তান? গোপনে মুক্তি মাসুদ আজহারকে

৪ সেপ্টেম্বর থেকে ৮ সেপ্টেম্বর পর্যন্ত পেশোয়ার আজারবাইজানের রাজধানী বাকুতে একটি বাণিজ্য সম্মেলনের আয়োজন করেছিল ‘সরহদ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি’ (SCCIP)। এই সম্মেলনে উপস্থিত ছিলেন দেশের নামজাদা উদ্যোগপতিরা। আর এই উদ্যোগপতিদের মনোরঞ্জনের জন্য এখানে ‘বেলি ডান্স’-এর আয়োজন করা হয়েছিল। এমনকি দূর থেকেও যেন তা দেখা যায়, তার জন্য বিশাল বড় স্ক্রিনে সেই নাচ দেখানো হচ্ছিল। সম্মেলন তখন মাথায় উঠেছে, আগত অতিথিরা একদৃষ্টে সে দিকেই তাকিয়ে। এই নাচের ভিডিও সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করেছেন গুল বুখারি নামের এক পাক সাংবাদিক। সেখানে তিনি লিখেছেন, “যখন আজেরবাইজানের বাকুতে বিনিয়োগকারীদের পাকিস্তানে বিনিয়োগ করার জন্য বেলি ডান্স দেখিয়ে আকর্ষণ করার চেষ্টা করা হচ্ছে।”

এদিকে এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যাওয়ার পর অনেকেই এর নাম দিয়েছেন ‘নয়া পাকিস্তান’। কেউ আবার লিখছেন, যখন দেশের অর্থনীতি তলানিতে, তখন বিনিয়োগ সম্মেলনে নাচ দেখিয়ে বিনিয়োগ আনার চেষ্টা করা হচ্ছে। কেউ আবার লিখেছেন, পাকিস্তানের কি বিনিয়োগকারীদের উৎসাহিত করার জন্য বেলি ডান্স ছাড়া আর কিছু নেই।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন