আমার সকাল : যাদবপুর বিশ্ববিদ্যালয়ে হেনস্থার শিকার বাবুল, চরম গোলমালে ছিঁড়ে গেল কেন্দ্রীয় মন্ত্রীর জামা

নিজস্ব প্রতিনিধি : যাদবপুর বিশ্ববিদ্যালয়ে হেনস্থার শিকার বাবুল সুপ্রিয়। নবীনবরণ অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে হেনস্থার শিকার কেন্দ্রীয় মন্ত্রী। ক্যাম্পাস জুড়ে ওঠে ‘গো ব্যাক স্লোগান’। মন্ত্রীর গায়ে হাত তোলার অভিযোগও উঠেছে পড়ুয়াদের একাংশের বিরুদ্ধে।

জানা গিয়েছে, বৃহস্পতিবার এবিভিপি-র অনুষ্ঠানে যোগ দিতে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এসেছিলেন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয় এবং ফ্যাশন ডিজাইনার তথা বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল। কিন্তু কেন্দ্রীয় মন্ত্রী বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে পা দেওয়া মাত্রই উত্তেজনা ছড়ায়। মন্ত্রীকে দেখানো হয় কালো পতাকা। বিরোধী গোষ্ঠীর একদল পড়ুয়া তাঁকে ঘিরে ধরে বিক্ষোভ দেখাতে শুরু করে। প্রথমে বাবুল সুপ্রিয়র নিরাপত্তারক্ষীর সঙ্গে ধস্তাধস্তি শুরু হয় বাম ছাত্রদের৷ এরপর কেন্দ্রীয় মন্ত্রীকেও ধাক্কা দেওয়ার এবং তাঁর জামা ছিঁড়ে দেওয়ার অভিযোগ উঠেছে যাদবপুরের পড়ুয়াদের একাংশের বিরুদ্ধে৷

সূত্রের খবর, এদিনের ‘নবীনবরণ’ অনুষ্ঠানে কোনও রাজনৈতিক কর্মসূচিতে নয়, আমন্ত্রিত অতিথি হিসাবে এসেছিলেন বাবুল সুপ্রিয়৷ যাদবপুর বিশ্ববিদ্যালয়কে সেন্ট্রাল ইউনিভার্সিটি ঘোষণার দাবিতে শিক্ষক সংগঠন জুটার তরফে কেন্দ্রীয় মন্ত্রীর কাছে একটি আবেদন পত্র জমা দেওয়ারও পরিকল্পনা ছিল৷

https://aamarsakal.com/2019/09/18/aamar-sokal-september-19-amit-shah-who-is-setting-foot-in-kolkata-after-the-mahallaya-can-inaugurate-the-4-poojas/

জানা যাচ্ছে, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের অনুমতি নিয়েই এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। কিন্তু তারপরেও একজন কেন্দ্রীয় মন্ত্রীকে কেন এভাবে হেনস্থার শিকার হতে হল? প্রশ্ন উঠতে শুরু করেছে। পাশাপাশি, রাজনৈতিক পরিচয় ছাড়়াও বাবুল সুপ্রিয় প্রথমে একজন সঙ্গীতশিল্পী। সেখানে বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠানে যোগ দিতে এসে এভাবে হেনস্থার ঘটনায় নিন্দায় সরব হয়েছে সব মহল।

অন্যদিকে পড়ুয়াদের অভিযোগ, বাবুল সুপ্রিয়র তরফে তাদের উপর আগে হাত তোলা হয়েছে৷ যদিও সেই দাবি উড়িয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী৷ ঘটনাকে কেন্দ্র করে এখনও রণক্ষেত্র যাদবপুর৷ ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে বিশাল পুলিশ বাহিনী৷ তাঁরাই পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছে৷

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন