নিজস্ব প্রতিনিধি : মার্কিন সেনার তরফে ভারতীয় সেনা বাহিনীকে জানান হল এক অনন্য সম্মান৷ ভারতীয় জওয়ানদের সম্মান জানিয়ে, মার্কিন সেনা ব্যান্ড বাজালো জাতীয় সঙ্গীত ‘জনগণমন’৷ ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল মার্কিন সেনার এই অনন্য সম্মানের ভিডিও৷
ভিডিয়োতে দেখা যাচ্ছে একদল মার্কিন সেনা বাদ্যযন্ত্র নিয়ে দাঁড়িয়ে রয়েছেন। তাঁদের সামনে একজন সেনা অফিসার মিউজিক ডিরেক্টরের ভূমিকায়। এবার তাঁর নির্দেশেবাদ্যযন্ত্রতুলল সুর। শুনলেই বুঝতে পারবেন এটি আপনার ছোটবেলা থেকে গেয়ে আসা জাতীয় সঙ্গীত ‘জন গণ মন’-সুর। আমাদের জাতীয় সঙ্গীত নিখুঁত সুরে বাজিয়ে গেলেন মার্কিন সেনারা।
Aamar sokal (September 19): watch us army band plays India's national anthem jana gana mana for indian soldiers
— aamarsakal.com (@aamarsakal) September 19, 2019
গত শুক্রবার থেকে ওয়াশিংটনে শুরু হয়েছিল ভারত-মার্কিন সেনার গুরুত্বপূর্ণ এক সামরিক মহড়া৷ ‘যুদ্ধ অভ্যাস’ নামের ওই মহড়ায় একসঙ্গে সামরিক ক্ষমতা প্রদর্শন করে বিশ্বের অন্যতম শক্তিধর দু’দেশ৷ বুধবার শেষ হয় মহড়া৷ শেষ দিনটি স্মরণীয় করে রাখতে তাই ভারতীয় সেনার জন্য জন গণ মন বাজায় মার্কিন সেনা।
সেনা সূত্রের খবর, খুবই আনন্দ করে এই মহড়া উৎসবে মাতেন দু’দেশের সেনারাই। যেমন এই মহড়ার মধ্যেই দেখা যায়, ভারতীয় জওয়ানদের সঙ্গে বলিউডি গানের তালে কোমর দোলাচ্ছেন মার্কিন সেনার সদস্য ও আধিকারিকরা৷ দুই সেনার সদস্যরা মিলে গানও করেন৷
https://aamarsakal.com/2019/09/18/brad-pitt-finds-chandrayan-2-by-phone-at-the-international-space-station/
তবে এই প্রথম নয়, এর আগেও ভারতীয় সুরে মেতে উঠতে দেখা গিয়েছে মার্কিন সেনাদের। রবিবার ভারতীয় সেনার অসম রেজিমেন্ট ও মার্কিন সেনাকে একসঙ্গে মহড়া শেষে গান করতে দেখা যায়। “বদলুরাম কা বদন জমিন কি নিচে হ্যায়”, দেশাত্মবোধক গানে নেটিজেনদের মন জয় করে নেয় দুই দেশের সেনা। মার্কিন ও ভারতীয় সেনাকে ইউনিফর্মে এক সঙ্গে গলা মিলিয়ে গান করতে ও হাততালি দিতে দেখা যায়। আবেগে চোখে জল এনে দেওয়া সেই ভিডিয়ো ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।