নিজস্ব প্রতিনিধি : রাজীব কুমারের কোনও হদিশ নেই। তাঁর খোঁজে চিরুনি তল্লাশি করছে সিবিআই। প্রাক্তন পুলিস কমিশনারের খোঁজে আজ আলিপুরে আইপিএস কোয়ার্টারে একজন এসপি-র নেতৃত্বে বেলা ২টো নাগাদ সিবিআই-এর একটি টিম পৌঁছয়। আইপিএস কোয়ার্টারে আচমকা হানা প্রসঙ্গে সিবিআই মুখ না খুললেও, এই দলটি রাজীব কুমারকে খুঁজছে বলে সূত্রে খবর। অন্যদিকে প্রাক্তন পুলিশ কমিশনারকে খুঁজতে শহরের এক নামজাদা হোটেলের রান্নাঘরেই সিবিআই গোয়েন্দারা।
এদিন বেলা তিনটে নাগাদ ইএম বাইপাসের উপরে রুবি মোড়ের এই পাঁচতারা হোটেলটিতে আসেন সিবিআই গোয়েন্দারা। সেই দলে কলকাতার সদস্যরা যেমন ছিলেন তেমনই ছিলেন দিল্লি থেকে আসা সিবিআইয়ের বিশেষ বাহিনী। হোটেলে ঢুকেই প্রথমে তাঁরা রিসেপশনে হোটেল ভিভান্তার কর্তৃবক্ষের সঙ্গে কথা বলেন। এর পরেই হোটেলের কিচেনে ঢুকেও তল্লাশি চালানো হয়। যদিও এই ব্যাপারে জিজ্ঞাসা করা হলে ম্যানেজার সংবাদমাধ্যমের সামনে মুখ খুলতে চাননি। তাঁর সাফ কথা, তিনি এই ব্যাপারে কিছু জানেন না। এমনকি রাজীব কুমার কে? রাজীব কুমারকে তিনি চেনেন না বলেও দাবি করেন সংবাদমাধ্যমের কাছে।
https://aamarsakal.com/2019/09/19/cbi-letter-to-dg-to-find-out-rajiv-kumars-current-phone-number/
এ দিন দুপুরে আলিপুরের আইপিএস মেস, বাইপাসের ধারে একটি বিলাসবহুল হোটেল এবং ৩৪ পার্কস্ট্রিটে রাজীবের সরকারি বাসভবনে পৌঁছয় কেন্দ্রীয় গোয়েন্দাদের একাধিক দল। কলকাতা শহরের মোট ৬টি জায়গায়া সিবিআই তল্লাশি চালাচ্ছে বলে সূত্রে খবর। জানা যাচ্ছে, সিবিআই-এর একটি দল পৌঁছে গিয়েছে কলকাতা বিমানবন্দরেও। তবে রাজীব কুমারের বিরুদ্ধে লুক-আউট নোটিস জারি রয়েছে। তাই বিমানবন্দর তিনি ব্যবহার করতে পারবেন না।
সত্যি করেই পুলিশ কর্তা রাজীব কুমারকে খুঁজতে মরিয়া সিবিআই এদিন যেভাবে তল্লাশি শুরু করলেন তা ইদানীংকালে কলকাতায় নজিরবিহীন।