আমার সকাল : বোরখা ছাড়াই শপিং মলে মহিলা, সৌদিতে তরুণীর স্টাইল দেখে অবাক সবাই

নিজস্ব প্রতিনিধি : বোরখা ছাড়ায় সৌদি আরবে তরুণী। বেশ কয়েক মাস ধরেই রিয়াধে প্রথাগত পোশাক ছাড়াই কিছু মহিলা রাস্তায় ঘুরে দেখা যাচ্ছে। মহিলার নাম আল-জালাউদ (৩৩)। সৌদি আরবের নানা ওয়েবসাইটে মহিলার এই ছবি ভাইরাল হলেও, তাঁর নাম বা পরিচয় কিছুই জানা যায়নি।

সম্প্রতি রিয়াধের কেন্দ্রস্থলে অবস্থিত এক মলে তাঁকে দেখা যায় প্রথাগত শরীর ঢাকা পোশাক ছাড়াই। তিনি কমলা রংয়ের একটি জ্যাকেট ও ব্যাগি ট্রাউজার পরে রয়েছেন। মাশায়েলের যে ছবিগুলি সোশ্যাল মিডিয়ায় পাওয়া গিয়েছে, সেখানে দেখা যাচ্ছে, তাঁর দিকে আশেপাশের মহিলা তাকিয়ে রয়েছেন তাঁর দিকে।

কয়েকজন মহিলা নাকি মাশায়েলকে কোনও সেলিব্রিটি বলেও ভুল করেছিলেন। তাঁরা জিজ্ঞেস করেন, আপনি কি খুব জনপ্রিয় কেউ? এক মহিলাতো তাঁকে মডেল বলেও ভুল করেন। কিন্তু উত্তরে মাশায়েল বলেন, তিনি একজন সাধারণ আরবি মহিলা, যে নিজের মতো বাঁচতে চায়।

আমার সকাল: ঢুকছে পাকিস্তান, পেট্রোল-ডিজেলকেও ছাপিয়ে গেল দুধের দাম, লিটারে ১৪০

সৌদি মহিলাদের এই বিপ্লব অবশ্য প্রথম নয়। এর আগেও পাশ্চাত্য পোশাকে ক্য়াফেটেরিয়ার সামনে পোজ দিয়ে ছবি তুলে টুইটারে পোস্ট করে গ্রেফতার হয়েছিলেন এক তরুণী। সেটা অবশ্য ২০১৬ সালে। পুলিশের দাবি ছিল,  ‘নৈতিকতার সীমা লঙ্ঘন’ করার জন্যই গ্রেফতার করে ওই মহিলাকে জেলে পাঠানো হয়েছিল।

ক্রাউন প্রিন্স মহম্মদ বিন সলমন সিবিএস-কে দেওয়া এক সাক্ষাত্কারে বলেন, পোশাকের বিধি-নিষেধ কমতে পারে। মাথা থেকে পা পর্যন্ত ঢাকা পোষাক ইসলামে বাধ্যতামূলক নয়।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন