নিজস্ব প্রতিনিধি: পাঞ্জাব ব্যাঙ্ক আর্থিক কেলেঙ্কারি মামলায় অন্যতম অভিযুক্ত নেহাল মোদীর বিরুদ্ধে রেড কর্নার জারি করল ইন্টারপোল। কে এই নেহাল মোদী? তদন্তকারীদের মতে, ইনি হলেন ব্যাঙ্ক প্রতারণায় মূল ষড়যন্ত্রকারী। ১৪০০ কোটি টাকার কেলেঙ্কারির প্রধান অভিযুক্ত নীরব মোদীর ভাই তিনি। গোয়েন্দাদের দাবি, এই মুহূর্তে মার্কিন যুক্তরাষ্ট্রে রয়েছেন নেহাল। ইন্টারপোলের গ্রেফতারি পরোয়ানা জারি হওয়া মানে, এবার যে কোনও দেশেই তাঁর খোঁজ চালানো যাবে এবং প্রয়োজনে গ্রেফতারও করা যাবে।
আরো পড়ুন: ঢুকছে পাকিস্তান, পেট্রোল-ডিজেলকেও ছাপিয়ে গেল দুধের দাম, লিটারে ১৪০
সূত্রের খবর, এ দেশের এনফোর্সমেন্ট ডিরেক্টর অর্থাৎ ইডি-র আবেদনেই ইন্টারপোল এই কাজ করেছে। বিশ্বব্যাপী আইন প্রয়োগকারী সংস্থা ইন্টারপোলের কাছে নীরব মোদীর ভাই নেহাল মোদীর কথা জানায় ইডি। অনুরোধ করে, তাঁকে খুঁজে বার করে গ্রেফতার করার বিষয়ে যেন প্রয়োজনীয় পদক্ষেপ করে ইন্টারপোল।
এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-র অনুরোধে নেহালের বিরুদ্ধে এবার রেড কর্নার জারি করে দিল ইন্টারপোল। নেহালের বিরুদ্ধে ভুয়ো নথি তৈরি করা এবং তথ্য প্রমাণ লোপাট করার অভিযোগ রয়েছে। তদন্তে নেমে ইডির তদন্তকারীরা জানতে পেরেছেন, নীরব মোদীর সংস্থায় নকল ডিরেক্টর বানিয়ে, কর্মচারীদের ভয় দেখিয়ে ভুয়ো নথিতে সই করিয়ে নেওয়ার মতো গুরুতর অপরাধে যুক্ত রয়েছেন নেহাল। প্রসঙ্গত, নীরব মোদী এখন লন্ডনের জেলে রয়েছেন। তাঁর বিরুদ্ধে অভিযোগ, পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক থেকে প্রায় ১৫ হাজার কোটি টাকা তছরূপ করে দেশ ছেড়ে পালিয়ে এসেছেন তিনি।