আমার সকাল: সোশ্যাল মিডিয়ার দৌলতে রানুর পর সবার মন ভরাচ্ছে আরও এক খুদে দরিদ্র শিল্পী

নিজস্ব প্রতিনিধি— সোশ্যাল মিডিয়ার দৌলতে যেমন লাইম লাইটের তলায় এসেছেন রানাঘাটের রানু মণ্ডল। তাঁর গান আট থেকে আশি সকলের মন কেড়ে নিয়েছে। এবার সেই সোশ্যাল মিডিয়ার দৌলতে এবার এক খুদে শিল্পীর গলায় আশা ভোঁসলে ও লতা মঙ্গেশকরের নিখুঁত গান মন ভরিয়ে দিয়েছে সবার। খালি গলায় কখনও ‘যারে যারে উড়ে যারে পাখি’, তো কখনও আশা ভোঁসলের ‘আকাশে সূর্য আছে যতদিন’, আবার কখনও ‘মেরা দিল ইয়ে পুকারে আজা’ এই অনবদ্য গানে ফেসবুকে ঝড় তুলেছেন খুদে শিল্পী৷

বাংলাদেশের সাতক্ষীরা জেলার আশাশুনি কোদন্ডা মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রীর সুতপা মণ্ডলের কণ্ঠে কখনও লতা মঙ্গেশকরের গান, কখনও আশা ভোঁসলের গানের রীতিমত ভাইরাল হয়েছে৷ এবার আরও একবার সুতপার গলায় দারুণ সুরের জাদুতে মজেছেন আট থেকে আশি সবাই৷ মেধাবী ছা্ত্রী সুতপা অত্যন্ত দরিদ্র পরিবারের সন্তান৷ বড় হওয়ার স্বপ্ন রয়েছে দু’ চোখজুড়ে৷ সেই স্বপ্নকে সফল করতে সবার কাছে খুদে শিল্পী আবেদন জানিয়েছে৷

https://www.facebook.com/saday.dey.1/videos/1349941515161367/

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন