নিজস্ব প্রতিনিধি : একটু আগেই আদালতে বলা হয়েছে যে, রাজীব কুমার নিখোঁজ। রাজীব কুমারের খোঁজে এক রাজ্য থেকে শুরু করে অন্য রাজ্যও পাড়ি দিয়েছে সিবিআই। তখন কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনারের খোঁজ মিলছে বজবজের কাছে JIMS পুজালি বেসরকারি হাসপাতালে। ICCU তে ভর্তি রাজীব কুমার। এই খবর পেয়েই সেই হাসপাতালে হানা দিয়েছে CBI আধিকারিকারা।
এর মধ্যেই রাজীবের বাড়ির পাঁচ কর্মীকে নোটিস দিয়েছে সিবিআই। তাঁদের থেকে জানতে চাওয়া হয়েছে শেষ কবে রাজীব কুমার পার্ক স্ট্রিটে ছিলেন। কবেই বা তিনি সরকারি ঠিকানা ছেড়ে বেরিয়েছেন।
আরও পড়ুন :আমার সকাল: রাজীব কুমারকে খুঁজতে ভিন্ন রাজ্যে পাড়ি সিবিআইয়ের, তলব তাঁর আপ্তসহায়ককেও
রাজীব কুমারের খোঁজে চলছে জোরদার তল্লাশি। শহরতলীর পাশাপাশি ভিন রাজ্যেও চলছে খোঁজ। এবার রাজীব কুমারকে নাগালে পেতে খাস ভবানী ভবনে পৌঁছে যায় সিবিআই-এর একটি দল। শনিবার দুপুরে সেখানে পৌঁছয় ৬ জনের এই গোয়েন্দা দলটি। তদন্তকারীরা রিসেপশনে জিজ্ঞেস করেন এডিজি সিআইডি কোথায়?