নিজস্ব প্রতিনিধি— পারিবারিক বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার সময় মন্ত্রীর গাড়ির সামনেই বিস্ফোরণ। অল্পের জন্য রক্ষা পেল বাংলাদেশের মন্ত্রী তাজুল ইসলাম। জানা গিয়েছে, তেজগাঁওয়ের নিজের কার্যালয় থেকে ধানমন্ডির সীমান্ত স্কোয়ারে একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন।সায়েন্স ল্যাব মোড়ে মন্ত্রীর গাড়ি এবং তাঁর নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশের গাড়ি যানজটের মধ্যে পড়ে। যানজট দেখে প্রোটোকলের দায়িত্বে থাকা এএসআই শাহাবুদ্দিন সেখানে ট্র্যাফিক পুলিশের সঙ্গে কথা বলতে যান। তখনই বিস্ফোরণ ঘটে। একটুর জন্য বেঁচে যাওয়ার পরে মন্ত্রী জানান, “শাহাবুদ্দিন গাড়ি থেকে নেমে সামান্য হেঁটে গিয়েছিলেন। পুলিশ বক্সের ওখানে তখন আরও পাঁচ-সাত জন পুলিশ সদস্য ছিলেন। বিস্ফোরণের আওয়াজ পেলেও, সেটা যে বোমা, তা তখন বুঝতে পারেনি কেউ। ভেবেছিলাম কোনও গাড়ির চাকা ফেটে গেছে। তাই আমার এবং পুলিশের গাড়ি সীমান্ত স্কোয়ারের দিকে রওনাও হয়ে যায়। শাহাবুদ্দিন পেছনের গাড়িতে চলে আসবে বলে ভেবেছিলাম আমি। পরে পুলিশের কন্ট্রোল রুম থেকে আমায় এই হামলার খবর জানানো হয়।”
স্থানীয়রা জানিয়েছেন, বিস্ফোরণের সময়ে মন্ত্রীর গাড়ি ঘটনাস্থলের একেবারে কাছে ছিল। মন্ত্রীর রক্ষী, এএসআই শাহাবুদ্দিন এবং ট্র্যাফিক পুলিশের কনস্টেবল আমিনুলকে আহত অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। শাহাবুদ্দিনের দুই পায়ে স্প্লিন্টারের আঘাত লেগেছে। আর আমিনুল হাতে আঘাত পেয়েছেন।
এদিকে শনিবার রাতের এই ঘটনার দায় স্বীকার করেছে আইএসআইএস জঙ্গি গোষ্ঠী।