নিজস্ব প্রতিনিধি : ছাত্রকে শিক্ষা দিতে গিয়ে প্লেনের মধ্যে অজ্ঞান হয়ে গেলেন শিক্ষক। প্লেন চালানো শিখতে গিয়ে বিপদের মুখে পরে গেলেন ছাত্র ম্যাক্স সিলভেস্টার। মাঝ আকাশের ওপরে উঠার পর প্লেন থেকে নামবে কি করে তা বুঝে উঠতে পারছিল না ওই যুবক? বিপদের মুখে পরে বুদ্ধি খাটালো শিক্ষার্থী ম্যাক্স!
জানা গিয়েছে, শনিবার সকালে শিক্ষকের সঙ্গে সেসেনা ১৫২ টু সিটার প্লেনে আকাশে উঠেছিলেন ম্যাক্স। ওড়ার কিছুক্ষণের মধ্যেই প্লেনের মধ্যে শিক্ষক অজ্ঞান হয়ে যায়। অন্যদিকে আজ ম্যাক্সের প্রথম দিন। সে প্লেন চালাতে পারে না। শিক্ষককে অজ্ঞান দেখে ম্যাক্স বাধ্যে হয়ে ফোন করেন এয়ার ট্রাফিক কন্ট্রোল রুমে। সেখানে তিনি বলেন, পাইলট অজ্ঞান হয়ে গেছে আমার গায়ের ওপরে। আমি চেষ্টা করছি যাতে তিনি পড়ে না যান। এরপর কন্ট্রোলার থেকে ম্যাক্সকে বলেন, তুমি কি প্লেন চালাতে পারো?
আমার সকাল: বিয়ে বাড়ি যাওয়ার পথে জঙ্গি বিস্ফোরণ, অল্পের জন্য রক্ষা পেলেন মন্ত্রী
ম্যাক্স উত্তরে বলেন, আমি এই প্রথম বার প্লেন চালানো শিখতে এসেছি। আমি পারি না। এরপর কন্ট্রোলার কিছুক্ষণ চুপ থাকার পর বলেন, তুমি টেনশন কর না। আমরা তোমাকে যা যা বলব তুমি তাই তাই কর। তুমি পারবে প্লেনটা নামাতে।
আমার সকাল: আজ কুলভূষণের সঙ্গে সাক্ষাতের সুযোগ কনসুলার অ্যাকসেসের জানাল পাক বিদেশমন্ত্রক
ম্যাক্স সত্যিই কন্ট্রোলারের নির্দেশ মেনে বিমানটি জানদাকোট এয়ারপোর্টে নামিয়েছেন। প্রশিক্ষক অস্ট্রেলিয়ান ইন্টারন্যাশনাল ফ্লাইং স্কুলের সঙ্গে যুক্ত। তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। প্লেনের মধ্যে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েছিলেন। এখন ভালো আছেন।