আমার সকাল: আজ কুলভূষণের সঙ্গে সাক্ষাতের সুযোগ কনসুলার অ্যাকসেসের জানাল পাক বিদেশমন্ত্রক

নিজস্ব প্রতিনিধি— আন্তর্জাতিক ন্যায় আদালতের রায় মেনে আজ, সোমবার থেকে ভারতীয় বন্দি কুলভূষণ যাদবকে কনসুলার অ্যাকসেস বা ভারতীয় কূটনীতিকদের সঙ্গে দেখা করার সুযোগ দেবে পাকিস্তান। অর্থাৎ এদিন থেকে পাকিস্তানের জেলবন্দি প্রাক্তন ভারতীয় নৌসেনা আধিকারিকের সঙ্গে দেখা করতে পারবেন ইসলামাবাদের ভারতীয় দূতাবাসের কোনও কর্মী। রবিবার রাতে এই ঘোষণা করেছে পাক বিদেশমন্ত্রক।

রবিবার পাক বিদেশমন্ত্রকের মুখপাত্র মহম্মদ ফয়সালের সরকারি টুইটার হ্যান্ডলে লেখা হয়েছে, কুলভূষণ যাদবকে সোমবার ২ সেপ্টেম্বর কনস্যুলার অ্যাকসেস দেওয়া হবে। ‘কনসুলার রিলেশন সংক্রান্ত ভিয়েনা কনভেনশন, আন্তর্জাতিক ন্যায় আদালতের রায় এবং পাকিস্তানের আইন মেনে’-এই কনসুলার অ্যাকসেস দেওয়া হচ্ছে। কাশ্মীর থেকে ৩৭০ ধারা তুলে নেওয়ার পর ভারতের উপর চাপ সৃষ্টি করার জন্য আগস্ট মাসের শুরুতে কুলভূষণের সঙ্গে ভারতীয় কূটনীতিকদের দেখা করার অনুমতি দিয়েও শর্ত চাপিয়েছিল পাক সরকার। ইমরানের দেশের বিদেশমন্ত্রক বলেছিল, ইসলামাবাদে ভারতীয় হাই কমিশনের প্রতিনিধিদের কুলভূষণের সঙ্গে সাক্ষাতের সময় পাক প্রশাসনের প্রতিনিধিরা উপস্থিত থাকবেন এবং গোটা পর্ব সিসিটিভিতে ধরে রাখা হবে। কিন্তু এই শর্ত মেনে কুলভূষণের সঙ্গে দেখা করেননি ভারতীয় কূটনীতিকরা।ফলে অনিশ্চিত হয়ে পড়ছিল কুলভূষণের সঙ্গে ভারতীয় কূটনীতিকদের দেখা করার ব্যাপারটি। শেষ পর্যন্ত পাকিস্তান সেই অনুমোদন দেওয়ায় ভারতের বিদেশমন্ত্রক কিছুটা হলেও স্বস্তিতে।

উল্লেখ্য, গত ১৭ জুলাই চরবৃত্তি ও সন্ত্রাসবাদী কার্যকলাপে অভিযুক্ত কুলভূষণ জাদভের মৃত্যুদণ্ডে স্থগিতাদেশ জারি করে আন্তর্জাতিক আদালত। তাঁর বিরুদ্ধে অভিযোগের ও তার জেরে শাস্তির পুনর্মূল্যায়ন এবং তাঁকে দ্রুত কনস্যুলার অ্যাক্সেস দিতে পাক সরকারকে নির্দেশ দেয় আদালত। এই প্রসঙ্গে পাকিস্তানের ১৯৬৩ সালের ভিয়েনা চুক্তি লঙ্ঘনের উল্লেখও করে আন্তর্জাতিক আদালত।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন