আমার সকাল: দিল্লির আবেদনে 'না' ইসলামাবাদের, মোদীর বিমান ঢুকতে পারবে না পাকিস্তানে

নিজস্ব সংবাদদাতা: আগামী ২১ সেপ্টেম্বর মার্কিন যুক্তরাষ্ট্র সফরে রওনা হচ্ছেন প্রধানমন্ত্রী। সে সময় নরেন্দ্র মোদীর বিমানকে পাকিস্তানের আকাশসীমা ব্যবহার করতে দেওয়ার জন্য ইসলামাবাদকে ‘অনুরোধ’ করেছিল নয়াদিল্লি। এমনটাই জানা গিয়েছিল পাক সংবাদমাধ্যম সূত্রে। এবার সেই অনুরোধ ফেরাল পাকিস্তান।

    আরো পড়ুন:  ‘হাউডি মোদী’— মোদীর সভায় উপস্থিত থাকবেন ট্রাম্প

আগামী ২১ থেকে ২৭ সেপ্টেম্বর পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন নরেন্দ্র মোদী। পাক সংবাদমাধ্যমগুলিকে উদ্ধৃত করে সংবাদ সংস্থা এএনআই জানাচ্ছে, নরেন্দ্র মোদীর নিউইয়র্ক যাওয়ার সময় পাকিস্তানের আকাশসীমা ব্যবহার করতে দেওয়ার জন্য পাকিস্তানকে ‘অনুরোধ’ করেছে ভারত। কিন্তু তাতে শেষমেশ সবুজ সংকেত মিলল না। অসহযোগিতাই বজায় রাখলে ইসলামাবাদ।

 আরো পড়ুন:  ঢুকছে পাকিস্তান, পেট্রোল-ডিজেলকেও ছাপিয়ে গেল দুধের দাম, লিটারে ১৪০

পাকিস্তান ভারতের অনুরোধ ফিরিয়ে দেওয়ার ফলে গন্তব্যে পৌঁছতে প্রধানমন্ত্রীর বিমানের প্রায় ৪৫ মিনিট বেশি সময় লাগবে।এয়ার ইন্ডিয়া ওয়ান কোনও বাণিজ্যিক উড়ান নয়, এটি একটি ভিআইপি উড়ান। যে কারণে আন্তর্জাতিক রীতি মেনে নমোর আগামী মার্কিন সফরের জন্য সে দেশের আকাশপথ ব্যবহারের অনুমতি চেয়ে পাক প্রশাসনের কাছে আবেদন করেছিল ভারত।

সেই আরজি পাকিস্তান খারিজ করে দেওয়ায় ঘুর পথে দিল্লি থেকে ফ্লাঙ্কফুট যেতে হবে প্রধানমন্ত্রী বিশেষ উড়ানকে।চলতি মাসের শুরুর দিকে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের ইউরোপ সফরের জন্য পাক আকাশসীমা ব্যবহারের অনুমতি চেয়েছিল দিল্লি। সে বারও এই ধরনের অনুমতি দিতে অস্বীকার করে পাকিস্তান। মোদীর মার্কিন সফরের ক্ষেত্রে ওই একই ঘটনার পুনরাবৃত্তি হল। ইসলামাবাদের এই সিদ্ধান্তের ফলে দু’দেশের কূটনৈতিক সম্পর্ক আরও খারাপ হবে বলেই আশঙ্কা পররাষ্ট্র বিশেষজ্ঞদের একাংশের।

 

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন