নিজস্ব প্রতিনিধি : দু’সপ্তাহে ২৩ বার বিয়ে ও ডিভোর্স। তাও পরিবারের সদস্যদের মধ্যে। এমনই এক ঘটনা ঘটেছে চিনের ঝেজিয়াং প্রদেশের লিশুই শহরে। তাও আবার সম্পত্তির জন্য। কিন্তু কেন জানেন?
জানা গিয়েছে, চিনে সম্পত্তির আইন অনুসারে, উন্নয়ন প্রকল্পের জন্য কারও বাড়ি যদি ভাঙা পড়ে, তা হলে সেই পরিবারের প্রত্যেক সদস্য ৪০ বর্গমিটারের বাসস্থান পাবেন। চিনের ঝেজিয়াং প্রদেশের লিশুই শহরে একটি পরিবারের বাড়ি ভাঙা পড়েছিল উন্নয়ন প্রকল্পের জন্য। মাত্র দু’সপ্তাহের মধ্যে নিজেদের মধ্যে ২৩ বার বিয়ে ও ডিভোর্স করেছেন তাঁরা।
আরও পড়ুন:আমার সকাল : আন্তর্জাতিক মঞ্চে বিশ্বের সেরা গোলকিপার পুরস্কার পেলেন মোদী
এই কাণ্ড শুরু করেন প্যান নামের এক ব্যক্তি। প্রথমে তিনি নিজের প্রাক্তন স্ত্রীকে বিয়ে করেন। প্রাক্তন স্ত্রীকে ডিভোর্স দেওয়ার পর প্যান বিয়ে করেন বোনকে। তার পর শ্যালিকাকে। এমনকি প্যানের বাবাও বেশ কয়েক জন আত্মীয়কে বিয়ে করেন। এমনকি সম্পত্তি পেতে প্যান বিয়ে করেন নিজের মাকেও! শুধু প্যান নয়, এই কাজে যোগ দেন তাঁর পরিবারের অন্যরা। আত্মীয়রাও পিছিয়ে থাকেননি। প্যানের বাবাও বেশ কয়েকজন আত্মীয়াকে বিয়ে করেন। কিন্তু প্রত্যেকবার বিয়ে করার সময় তাঁরা নথি হিসেবে জানিয়েছিলেন পাত্রীদের বাড়ি অন্য গ্রামে। আইন অনুযায়ী তাঁর আগের স্ত্রীরাও সম্পত্তি পাবেন। তাই এই কাণ্ড করা হয়েছিল।
এই জালিয়াতি ধরা পড়ে গত সপ্তাহে। তখন দেখা যায় এক সপ্তাহে তিন বার বিয়ের রেজিস্ট্রেশন করিয়েছেন প্যান। তার পর তদন্ত করতেই উঠে আসে গোটা বিষয়টি। এই জালিয়াতির জন্য ওই পরিবারের ১১ জন সদস্যকে গ্রেফতার করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে শুরু হয়েছে মামলা।