নিজস্ব প্রতিনিধি : প্রধানমন্ত্রী হওয়ার পরেই দেশজুড়ে স্বচ্ছ ভারত অভিযানের সূচনা করেছিলেন। এবার আন্তর্জাতিক স্বীকৃতি পেল মোদীর স্বচ্ছ ভারত অভিযান। মাইক্রোসফট কর্তা বিল গেটসের হাত থেকে মঙ্গলবার নিউ ইয়র্ক শহরে ‘গ্লোবাল গোলকিপার অ্যাওয়ার্ড’ নিলেন মোদী।
পুরস্কার নিয়ে মোদী বলেন, “মহাত্মা গান্ধীর জন্মের সার্ধশতবর্ষে এই সম্মান আমার কাছে অন্যতম সেরা পাওনা। এই সম্মান প্রমাণ করল, ১৩০ কোটি মানুষ যদি একসঙ্গে একটা চ্যালেঞ্জ নেয়, তাহলে সেটা বাস্তবায়িত হয়।”
আরও পড়ুন:আমার সকাল: ৩৭০ বিলোপের জন্য মোদী শাহ ডোভালকে প্রাণনাশের হুমকি জইশ-ই মহম্মদের
বিল গেটস-এর থেকে এই পুরস্কার নেওয়ার সময়ে ভারতের প্রধানমন্ত্রী বলেন, এই পুরস্কার তিনি প্রত্যেক দেশবাসীর সঙ্গে ভাগ করে নিতে চান যাঁরা তাঁর এই উদ্যোগে স্বতঃস্ফূর্তভাবে সামিল হয়েছেন। ‘এই পুরস্কার আমার নয়। এই পুরস্কার সেই সব কোটি কোটি ভারতীয়র যাঁরা স্বচ্ছ ভারত অভিযানে আমার পাশে থেকেছেন এবং এই মন্ত্রকে নিজেদের দৈনন্দিন জীবনের অঙ্গ করে তুলেছেন।
বক্তৃতায় প্রধানমন্ত্রী বলেন, “গত পাঁচ বছরে দেশে ১১ কোটি শৌচাগার তৈরি হয়েছে, যা সারা দুনিয়ায় রেকর্ড।” মোদী আরও বলেন, “এই প্রকল্প দেশের গরিব এবং মহিলাদের সবচেয়ে বেশি সাহায্য করেছে। শৌচাগারের অভাবের জন্যই মেয়েদের স্কুলছুটের সংখ্যা বাড়ছিল। আমাদের মেয়েরা পড়তে চায়। কিন্তু শৌচাগারের অভাবের জন্য পড়তে পারছিল না। এখন সেই সমস্যা শেষ হয়েছে।”