আমার সকাল : মাত্র ১১৫ টাকার আম চুরি জন্য প্রায় ১ লক্ষ টাকার জরিমানা

নিজস্ব প্রতিনিধি : ১১৫ টাকার দুটো আম চুরি জন্য প্রায় ১ লক্ষ টাকা জরিমানা দিতে হল এক যুবককে। তাতেই শেষ নয়, তার পরেও কাজ খুইয়ে বাড়ি ফিরতে হল তাঁকে। একইসঙ্গে ওই ভারতীয়কে দেশে ফেরত পাঠাতেও বলা হয়েছে।

জানা গিয়েছে, দুবাই বিমানবন্দরের ৩ নম্বর টার্মিনালে যাত্রীদের ব্যাগ বিমানে পৌঁছে দেওয়ার কাজ করতেন ওই যুবক। দু’বছর আগে দুবাই বিমান বন্দরে এক যাত্রীর ব্যাগ থেকে দু’টি আম তুলে নিয়েছিলেন জনৈক ভারতীয়। তিনি দুবাই এয়ারপোর্টেই কাজ করতেন। সংযুক্ত আরব আমিরশাহির আদালত সোমবার ১লক্ষ টাকার জরিমানা করেছে তাঁকে। একইসঙ্গে ওই যুবককে দেশে ফেরত পাঠাতেও বলা হয়েছে। এ ছাড়াও চুরির অপরাধে চাকরি খুইয়েছেন তিনি।

আরও পড়ুন: আমার সকাল : নিখিলের ঠোঁটে নুসরতের ঠোঁট, বোদরুমের বিয়ের ভিডিও শেয়ার করলেন সাংসদ

জিজ্ঞাসাবাদে তিনি পুলিশকে জানিয়েছিলেন, ২০১৭ সালে ১১ অগস্টে তিনি একটি আম ভর্তি বাক্স বিমানে তুলছিলেন। বাক্সটি ভারতে আসার কথা ছিল। সেই বাক্স থেকেই তিনি দুটো আম চুরি করে খেয়েছিলেন। পিপাসা মেটানোর জন্যই তিনি চুরি করেছিলেন বলে জানিয়েছিলেন। ২০১৮ সালের এপ্রিলে পুলিশ তাঁকে গ্রেফতার করে।

আরও পড়ুন : আমার সকাল : ‘লাকি বয়’! খুদের আবদারে সারা দিলেন মোদী ও ট্রাম্প

সিসিটিভিতে ওই ভারতীয়কে ফল চুরি করতে দেখা গিয়েছে। সেই মামলার শুনানিতেই সংযুক্ত আরব আমিরশাহির একটি আদালত সোমবার এই রায় দিয়েছে।  ২টি আমের দাম ছিল প্রায় ৬ দিরহাম(১১৫ টাকা)। কিন্তু চুরির জন্য তাঁকে জরিমানা করা হয়েছে ৫ হাজার দিরহাম অর্থাৎ ভারতীয় মুদ্রায় ৯৬ হাজার টাকা। তিনি ওই রায়ের বিরুদ্ধে ১৫ দিনের মধ্যে আপিল করতে পারবেন।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন