আমার সকাল: ফ্রিজ থেকে মেয়েকে বাইরে বের করতে গ্রেফতারের হুমকি দিলেন বাবা, তারপর...

নিজস্ব প্রতিনিধি— বর্তমানে সোশ্যালে মিডিয়ার মাধ্যমে দেশ বিদেশের নানা খবর খুব সহজেই আমাদের নাগালে চলে আসছে। তেমনই একটি ভিডিও সাম্প্রতি ভাইরাল হয়েছে, ৫৮ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যাচ্ছে এক খুদে বসে রয়েছে ফ্রিজের ভিতর। আর পুলিশ বাবা তার সামনে দাঁড়িয়ে রয়েছেন। বারবার তাকে ফ্রিজ থেকে বেরিয়ে আসার কথা বলছেন বাবা। কিন্তু কে শোনে তাঁর কথা? দিব্যি খোশমেজাজে ফ্রিজে বসে নিজের ভাষায় বাবার সঙ্গে পাল্টা কথা বলে চলেছে সেই খুদে। তাই বাধ্য হয়ে সেই পুলিশ বাবা তাকে গ্রেফতারের হুমকি দিলেন! তাতে কী, বাকযুদ্ধ চালিয়ে গেল মেয়ে। বাবার প্রতিটা ধমকে পাল্টা চিৎকার করে জানিয়ে দিল, সে কিন্তু যে-সে বাচ্চা নয়, সে এক দোর্দণ্ডপ্রতাপ পুলিশ অফিসারের যোগ্য কন্যা! শেষমেশ বাধ্য হয়ে শিশুটিকে কোলে তুলে ফ্রিজ থেকে বার করে আনেন বাবা।

আরও খবর: চন্দ্রযান-২ চাঁদের মাটি স্পর্শ করার আগেই সেখানে পা দিলেন বাদল নানজুনদাস্বামী!

মাত্র বছর দেড়-দুয়েকের ছোট্ট শিশুর এমন মারমুখী চেহারা দেখলে আপনিও অবাক হতে বাধ্য। সোশ্যাল মিডিয়ায় আপলোড হওয়ার পরেই তা মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়ে যায়।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন