আমার সকাল: ভারতের বিরুদ্ধে পরমাণু বোমা নিক্ষেপের হুমকি দিলেন পাকমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি— পরমাণু অস্ত্র ব্যবহার নিয়ে সুর নরম করে পাক প্রধানমন্ত্রী ইমরান খান কিছুদিন আগে বলেছিলেন, তাঁরা প্রথমে ভারতের বিরুদ্ধে পরমাণু অস্ত্র ব্যবহারে করবেন না। সেই রেশ কাটতে না কাটতেই ভিন্ন সুর শোনা গেল সে দেশের আর এক মন্ত্রীর গলা থেকে। সোমবার পাকিস্তানের রেলমন্ত্রী শেখ রশিদ আহমেদ ভারতকে হুমকি দিয়ে বলেন, আমাদের হাতে খুব ছোট আকারের কয়েকটি পরমাণু বোমা আছে। সেগুলি ভারতে নির্দিষ্ট লক্ষ্যে আঘাত করতে পারে। একই সঙ্গে তাঁর ধারণা ভারত ও পাকিস্তানের মধ্যে আরও একটি যুদ্ধ আসন্ন। অক্টোবর কিংবা নভেম্বরেই যুদ্ধ লেগে যেতে পারে।

আরও পড়ুন: ওএনজিসি প্ল্যান্টে বিধ্বংসী আগুন, নিহত পাঁচ

রবিবার পাকিস্তানের নানকানা সাহিবে একটি রেলস্টেশন নির্মাণের তদারক করতে গিয়ে শেখ রশিদ আহমেদ বলেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যা করছেন, তাতে দুই দেশে পরমাণু যুদ্ধ বেধে যাওয়া অসম্ভব নয়। এর পরেই তিনি বলেন, পাকিস্তানের কয়েকটি দেড়শ-দুশো গ্রাম ওজনের পরমাণু বোমা আছে। যুদ্ধা বাধলে বোমাগুলি ভারতের অভ্যন্তরে নির্দিষ্ট লক্ষ্যে আঘাত হানবে। একই সঙ্গে ভারতের প্রধানমন্ত্রীকে কার্যত হুমকি দিয়ে বলেন, দুই দেশের মধ্যে যদি যুদ্ধ বাধে, সেই হবে শেষ যুদ্ধ। তাঁর কথায়, পাকিস্তানকে যদি যুদ্ধ করতে বাধ্য করা হয়, ভারত ২২ টি টুকরোয় ভাগ হয়ে যাবে। ভারত ও পাকিস্তানের মধ্যে যে চুক্তিগুলি রয়েছে, সেগুলিও ইতিমধ্যে নাকচ হয়ে গিয়েছে বলে শেখ রশিদ আহমেদ মনে করেন। তাঁর কথায়, ৫ অগস্ট দিল্লি যখনই জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা কেড়ে নিয়েছে, তখন থেকেই ওইসব চুক্তির কোনও মূল্য নেই।পাক রেলমন্ত্রীর মতে, ভারত যদি রাষ্ট্রপুঞ্জের প্রস্তাব মেনে কাশ্মীর সমস্যার সমাধান করে, তবেই তাদের সঙ্গে আলোচনায় বসতে পারে পাকিস্তান।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন