আমার সকাল: 'হাউডি মোদী'— মোদীর সভায় উপস্থিত থাকবেন ট্রাম্প

নিজস্ব প্রতিনিধি— অবশেষে জল্পনার অবসান ঘটাল হোয়াইট হাউস। আগামী ২২ সেপ্টেম্বর রবিবার হিউস্টনে ৫০ হাজার ভারতীয়র সামনে বক্তৃতা দেবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এক বিবৃতিতে এই কথা জানাল হোয়াইট হাউস। একই সঙ্গে এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও। শুধু উপস্থিত থাকবেন না রাখবেন বক্তৃতাও। এই অনুষ্ঠানের নাম দেওয়া হয়েছে ‘হাউডি মোদী’।

এদিনের এই বৈঠকের পাশাপাশি সেখানে অস্ট্রেলীয় প্রধানমন্ত্রী স্কট মরিসনের সঙ্গে বৈঠক আছে ট্রাম্পের। জানানো হয়েছে, সেই বৈঠকে আমেরিকা, ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে ত্রিপাক্ষিক সম্পর্ক নিয়ে আলোচনা হওয়ার কথা আছে। এদিকে, হোয়াইট হাউসের সিদ্ধান্ত জানার সঙ্গে সঙ্গেই মোদি টুইট করেন, ‘হিউস্টনের সভায় যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়ে  ট্রাম্প বুঝিয়ে দিলেন ভারত ও আমেরিকার সম্পর্ক কতটা দৃঢ় ও আন্তরিক।

হিউস্টনে আগামী রবিবারের কর্মসূচির কথা ঘোষণা করে হোয়াইট হাউস জানিয়েছে, এই আলোচনাসভার মাধ্যমে দু’দেশের মধ্যে সম্পর্ক আরও মজবুত হবে। বিশ্বের দুই শক্তিশালী দেশের মধ্যে বাণিজ্যিক আদান-প্রদানের পথ আরও দৃঢ় হবে বলেই জানানো হয়েছে।

হোয়াইট হাউস সূত্রে খবর, আমেরিকায় বসবাসকারী ভারতীয়দের জন্য অবশ্য এই প্রথম নিজের বক্তব্য রাখছেন ট্রাম্প তা নয়। ২০১৬ সালে যখন তিনি প্রেসিডেন্টের পদের জন্য দাঁড়িয়েছিলেন, তখনও নিউ জার্সির এডিসনে ভারতীয়দের সামনে বক্তব্য রেখেছিলেন ট্রাম্প। হোয়াইট হাউসের ঘোষণার পর এই অনুষ্ঠানের দায়িত্বে থাকা টেক্সাস ইন্ডিয়া ফোরাম একটা বিবৃতি দিয়ে জানিয়েছে, তারা আশা করছে এই অনুষ্ঠানে অনেক রাজনীতিবীদ, নেতা ও সরকারি আমলারা উপস্থিত থাকবেন।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন