আমার সকাল : সৌদি সরকারের তেল কোম্পানির কারখানায় বিধ্বংসী আগুন, এবার তার আঁচ পড়তে পারে বিশ্ববাজারেও

নিজস্ব প্রতিনিধি :  সৌদি আরবের সরকারি তেল কোম্পানি সৌদি অ্যারাম্যাকো–র দুটি কারখানায় ড্রোন হামলার ফলে বিধ্বংসী আগুন লাগল। সৌদির অভ্যন্তরীণ মুখপাত্রের বয়ান তুলে ধরে সরকারি সংবাদসংস্থা এসপিএ একথা জানিয়েছে। ঘটনাটি ঘটেছে স্থানীয় সময় শনিবার ভোর চারটে নাগাদ। আবকাইক এবং খুরাইস শহরে অবস্থিত ওই দুটি কারখানাই অ্যারাম্যাকোর সব থেকে বেশি তেল উৎপাদনকারী কারখানা। আর বিশ্বের অন্যতম   তেল উত্তোলক খুরাইস।

সৌদি আরব প্রশাসন গতকাল আগুন নিয়ন্ত্রণে বলে দাবি করলেও, বাস্তবে পরিস্থিতি অত্যন্ত শোচনীয়। নাসার উপগ্রহ চিত্রেও ধরা পড়েছে সেই ছবি। প্রশ্ন উঠছে, কতটা ক্ষতি হল ওই দুই কেন্দ্রের? কারণ আরামকোর এই ক্ষতির উপর নির্ভর করবে আগামিদিনে বিশ্বে অশোধিত তেলের দর।

পুরো ঘটনার তদন্ত শুরু হয়েছে। এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর নির্দিষ্টভাবে জানায়নি মন্ত্রক। হামলা এবং অগ্নিকান্ডের ফলে কারখানার কতটা ক্ষতি হয়েছে সেব্যাপারেও কিছু বলা হয়নি সরকারের তরফে। দুপুর নাগাদ বিবৃতি দিয়ে ইয়েমেনের বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী হাউদি ড্রোন হামলার দায় স্বীকার করেছে। তেল কারখানার উপর এভাবে ড্রোন হামলা এবং তারপর অগ্নিকান্ডের ঘটনায় আন্তর্জাতিক বাজারে তেলের জোগান এবং দামে ফের সঙ্কট দেখা দিতে পারে বলে মনে করছে বিশেষজ্ঞ মহল।ঙ

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন