আমার সকাল: কাশ্মীর নিয়ে লাভ হয় নি!ভারতে মুসলিম খেদাও চলছে, এবার এনআরসি নিয়ে মোদীকে তোপ ইমরানের

নিজস্ব সংবাদদাতা: তাঁর দেশেই অত্যাচারিত সংখ্যালঘুরা৷ বালোচিস্তানের নাগরিকদের উপর অকথ্য নির্যাতন চালাচ্ছে তাঁর দেশের সেনা৷ গলা পর্যন্ত ঋণে ডুবে রয়েছে তাঁর অধীনস্থ সরকার৷ দেশের আর্থিক অগ্রগতি তলানিতে এসে ঠেকেছে৷ কিন্তু সেদিকে নজর নেই পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের৷কাশ্মীর ইস্যু নিয়ে নয়া দিল্লির বিরুদ্ধে ইসলামাবাদের তোপ লেগেই রয়েছে। এর মধ্যে আবার জাতীয় নাগরিকপঞ্জি তথা এনআরসি নিয়েও নরেন্দ্র মোদী সরকারের বিরুদ্ধে তোপ দাগলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।

আরো পড়ুন:   সরকারি হাসপাতালে লাইনে দাঁড়িয়ে চোখ দেখালেন প্রধানমন্ত্রী, হতবাক দেশের মানুষ

তাঁর বক্তব্য, কাশ্মীর থেকে বিশেষ সাংবিধানিক মর্যাদা তুলে নেওয়ারর পর এনআরসি থেকে ১৯ লক্ষ মানুষের নাম বাদ আসলে ভারত থেকে মুসলিমদের বিতাড়িত করার একটা বড় ছক। এনআরসি নিয়ে ইমরান বলেছেন, “মোদী সরকারের এই মুসলিম খেদানোর নীতি সারা পৃথিবীতে সতর্কবার্তা দিচ্ছে। কাশ্মীর থেকে এনআরসি—গোটাটাই মুসলিমদের উৎখাত করার একটা বৃহত্তর কৌশলের অংশ।”

আরো পড়ুন:  নমাজের পর আধ ঘন্টা সব পাকিস্তানিদের রাস্তায় দাঁড়াতে বললেন ইমরান

শনিবার এনআরসির চূড়ান্ত তালিকা প্রকাশের পর একটি উসকানিমূলক টুইট করেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান৷ দেশি-বিদেশি সংবাদমাধ্যমের খবর টুইট করে আন্তর্জাতিক মহলে ভারতকে কালিমালিপ্ত করতে চান তিনি৷ ভারতে সংখ্যালঘুরা নির্যাতিত এটাই বোঝানোর চেষ্টা করেন তিনি৷ টুইটারে ইমরান লেখেন, ‘‘ভারত এবং আন্তর্জাতিক সংবাদমাধ্যম থেকে খবর আসছে মোদি সরকার কীভাবে মুসলিম সম্প্রদায়কে জাতিগতভাবে নির্মূল করতে চাইছে।’’

কাশ্মীরের পর, এনআরসি ইস্যুতে পাক প্রধানমন্ত্রীর এই ধরনের উস্কানিমূলক ট্যুইটকে যদিও একটা ব্যর্থ চেষ্টা বলেই দাবি করেছে আন্তর্জাতিক মহল৷পর্যবেক্ষকদের মতে, মোদী সরকারের বিরুদ্ধে ভারতে থাকা মুসলমানদের উস্কে দিতে চেয়েছেন ইমরান। এবং সারা পৃথিবীর ইসলামধর্মীদের কাছে বার্তা দিতে চেয়েছেন, দেখো ভারতের প্রধানমন্ত্রী কী সাংঘাতিক। বেছে বেছে মুসলমানদের দেশ ছাড়া করছে। অনেকের মতে, এর মধ্যে যেমন ভারতের বিরুদ্ধে অভিযোগ রয়েছে,তেমনই রয়েছে প্রচ্ছন্ন সাম্প্রদায়িক উস্কানি।

বিজেপি মুখপাত্রদের বক্তব্য, ইমরান খান কী বললেন তাতে ভারতের মানুষের কিছু এসে যায় না। নরেন্দ্র মোদীর নেতৃত্বে চলা ভারতের একটাই লক্ষ্য অনুপ্রবেশকারীদের দূর করে ভারতের বিকাশ ঘটানো।

 

 

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন