আমার সকাল : তোলা হল মাঠি থেকে ফুল! মার্কিন মুলুকে পা দিয়েই প্রশংসা কুড়িয়ে নিল মোদী

নিজস্ব প্রতিনিধি : শনিবারই ‘হাউডি মোদী’ মেগা ইভেন্টের জন্যে হিউস্টন পৌঁছেছেন নরেন্দ্র মোদী। বিমানবন্দরে তাঁকে শুভেচ্ছা জানাতে উপস্থিত ছিলেন মার্কিন ও ভারতীয় আধিকারিকরা। হাউস্টনে গিয়েছেন ৫০ হাজার অনাবাসী ভারতীয়দের সামনে বক্তৃতা রাখবেন তিনি। এয়ারপোর্টে তিনি পা রাখতেই প্রথামাফিক অভিবাদন জানানো হয় তাঁকে। এই সময়েই প্রধানমন্ত্রীর অভিবাদন গ্রহণের ভঙ্গি নিয়ে আপাতত মশুগুল নেটিজেনরা। সোশ্যাল মিডিয়ায় প্রশংসার বন্যা বইছে এই বিশেষ মুহূর্তে নরেন্দ্র মোদীর একটি সৌজন্য বিনিময়ের কায়দা নিয়ে।

নরেন্দ্র মোদীকে অভ্যর্থনা জানাতে বিমানবন্দরে উপস্থিত ছিলেন বাণিজ্য এবং আন্তর্জাতিক বিষয়ক মার্কিন আধিকারিক ক্রিস্টোফার ওসলান, ভারতে নিযুক্ত মার্কিন দূত কেনেথ জাস্টার-সহ একাধিক ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিনিধি। বিমানের সিঁড়ি দিয়ে নেমে আসার পরই তাঁর হাতে ফুলের তোড়া তুলে দেন বাণিজ্য ও আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক দফতরের ডিরেক্টর ক্রিস্টোফার ওলসন। সেই তোড়া থেকেই কটি ফুল খসে পড়ে কার্পেটে। নিচু হয়ে সেই ফুল কুড়িয়ে নিরাপত্তারক্ষীর হাতে তুলে দেন মোদী। মোদীর এমন আচরণে মুগ্ধ হয়ে যান নেটিজেনরা।

কয়েক সেকেন্ডের এই ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। কেউ লিখলেন, “এই সারল্যই তাঁর ইউএসপি।” কেউ লিখলেন, “সর্বকালের সেরা প্রধানমন্ত্রী।”

দ্বিতীয় দফার কর্যকাল শুরু করার পরে প্রধানমন্ত্রী এই প্রথমবার এক সপ্তাহের জন্যে আমেরিকা এলেন। এখানে দু’বার মার্কিন প্রেসিডেন্টের মুখোমুখি হবেন তিনি। একবার রবিবারের হাউডি মোদী অনুষ্ঠানে ৫০ হাজার মানুষের সামনে। তার পরে তাঁদের আবার দেখা হবে রাষ্ট্রপুঞ্জের অনুষ্ঠানে।

 

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন