নিজস্ব প্রতিনিধি : মার্কিন মুলুকে ফের বর্ণবিদ্বেষের গন্ধ! কর্তব্যরত অবস্থায় টেক্সাসে আততায়ীদের গুলিতে খুন হলেন ভারতীয় বংশোদ্ভূত শিখ পুলিশ অফিসার সন্দীপ সিং ধালিওয়ালকে। মার্কিন মুলুকে তিনিই প্রথম পাগড়ি পরিহিত শিখ অফিসার। খুনের কারণ এখনও স্পষ্ট না হলেও, মনে করা হচ্ছে বর্ণবিদ্বেষের জেরেই এই ঘটনা ঘটেছে।
গত ১০ বছর ধরে টেক্সাসের হ্যারিস কাউন্টিতে ডেপুটি শেরিফ পদে কর্মরত ছিলেন সন্দীপ। টেক্সাস পুলিশ সূত্রে খবর, শুক্রবার সন্দীপ কর্তব্যরত অবস্থায় ছিলেন। টেক্সাসের রাস্তায় নজরদারি চালানোর সময় একটি সন্দেহজনক একটি গাড়িকে আটকান তিনি। গাড়ির ভেতরে ছিলেন এক পুরুষ ও এক মহিলা। কাগজপত্র পরীক্ষা করার সময় পুরুষটি গাড়ি থেকে নেমে পেছন থেকে গুলি করে ঝাঁঝরা করে দেয় বছর ৪০-এর সন্দীপকে। তারপর দৌড়ে সামনের একটি শপিং মলে লুকিয়ে পড়ে সে। সন্দীপের বডি ক্যামেরা দেখে দু-জনকেই চিহ্নিত করা হয়।
https://aamarsakal.com/2019/09/28/aamar-sokal-september-19-imrans-nuclear-threat-is-persuasive-strongly-reacting-to-india/
সন্দীপের মৃত্যুতে গভীর শোকপ্রকাশ করেছে ভারত। বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর টুইটারে লিখেছেন, “হিউস্টনে ভারতীয় বংশোদ্ভূত শিখ পুলিশ অফিসার সন্দীপ সিংহ ঢালিওয়ালের মৃত্যু খুবই বেদনাদায়ক। তাঁর পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই।”
গত ১০ বছর ধরে টেক্সাসের হ্যারিস কাউন্টিতে ডেপুটি শেরিফ পদে কর্মরত ছিলেন সন্দীপ। টেক্সাস পুলিশ সূত্রে খবর, শুক্রবার সন্দীপ কর্তব্যরত অবস্থায় ছিলেন। সে সময় সন্দেহভাজন একটি গাড়িকে আটকান তিনি। ওই গাড়িতে ছিলেন এক পুরুষ ও মহিলা। গাড়িটি আটকাতেই তাঁদের মধ্যে এক জন দরজা খুলে বেরিয়ে এসে সন্দীপকে আচমকাই খুব কাছ থেকে পর পর দু’বার গুলি করে। তার পরই সেখান থেকে পালিয়ে যান তাঁরা।
https://aamarsakal.com/2019/09/25/aamar-sokal-september-19-modi-is-the-worlds-best-goalkeeper-on-the-international-stage/
হ্যারিসের শেরিফ এড গনজালেজ সাংবাদিকদের বলেন, “আমরা সন্দীপের গাড়ির ড্যাসক্যাম পরীক্ষা করে আততায়ীদের ছবি পাওয়ার সঙ্গে সঙ্গেই গোয়েন্দাদের সেই ছবি পাঠিয়ে দিয়েছিলাম।” ঘটনার কয়েক ঘণ্টার মধ্যেই অপরাধীকে গ্রেফতার করেছে পুলিশ।