নিজস্ব প্রতিনিধি : সন্ত্রাসবাদ দমন করার প্রশ্নে পাকিস্তানের ভূমিকায় ক্ষুব্ধ এশিয়া প্যাসিফিক গ্রুপ। সন্ত্রাসে মদত দেওয়ার কারণে পাকিস্তানকে কালো তালিকাভুক্ত করার সিদ্ধান্ত চূডান্ত করল এফএটিএফ। আর্থিক তছরূপ রোধের ৪০টি পন্থার মধ্যে ৩২টিতে ফেল করায় পাকিস্তানের ওপর চাপল নতুন এই নিষেধাজ্ঞা।
আগেই ফিন্যান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্স ধূসর তালিকায় রাখে পাকিস্তানকে। এর পরের ধাপই হল কালো তালিকা। FATF এর নিষেধাজ্ঞার ফলে আরও সঙ্কটে পড়বে পাকিস্তানের অর্থনীতি। এই নিষেধাজ্ঞার জেরে আন্তর্জাতিক সংস্থাগুলি থেকে ঋণ পেতে আরও কাঠখড় পোড়াতে হবে পাকিস্তানকে। গত কয়েক বছর ধরেই পাকিস্তানের হাঁড়ির হাল খারাপ। তার মধ্যে সম্প্রতি কাশ্মীর নিয়ে আন্তর্জাতিক মহলে মুখ পুড়েছে দেশটির।

চলতি বছর জুন মাসে এই ওয়াচডগ সংস্থা পাকিস্তানকে অক্টোবরের মধ্যে সন্ত্রাসবাদ তহবিল সংগ্রহ বন্ধ করার ব্যাপারে কড়া সতর্কতা জারি করেছিল। বলা হয়েছিল, এই তহবিল সংগ্রহ বন্ধ না হলে কঠিন পরিস্থির সামনে পড়তে হতে পারে ইমরান খান সরকারকে। কিন্তু এই সংক্রান্ত ১১টি প্যারামিটারের মধ্যে ১০টিতে খুব খারাপ হাল পাকিস্তানের। এফএটিএফ-এর তরফে জানানো হয়, অক্টোবর মাসের মধ্যে রাষ্ট্রপুঞ্জের তালিকাভুক্ত জঙ্গি গোষ্ঠীগুলির বিরুদ্ধে অভিযান চালাতে হবে পাকিস্তানকে। যদি ইমরান খান সরকার এই নির্দেশিকা না মানে, তাহলে ফের তাদের কালো তালিকাভুক্ত করা হতে পারে বলেই খবর।
আমার সকাল : প্রথমে মোদী! পরে কাশ্মীর ইস্যু নিয়ে ট্রাম্পের কাছে কড়া ‘ধমক’ খেল পাকিস্তান
পাকিস্তানের হয়ে কথা বলতে এশিয়া প্যাসিফিক গ্রুপে বৈঠকে উপস্থিত ছিলেন পাক স্টেট ব্যাংকের গর্ভনর রেজা বকির। পাকিস্তানের কাজকর্মে যে এই সংগঠন খুশি নয়, তা স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয়েছে।