আমার সকাল: স্বজনপোষণ আটকে দিয়েছি, লুঠ বন্ধ করেছি! ফ্রান্সে গিয়ে ভারতকে ছোটানোর কথা বললেন নমো

নিজস্ব প্রতিনিধি: ভারত ও ফ্রান্সের সম্পর্ক কয়েক শো বছরের পুরনো। স্বার্থপরতা নয়, আমাদের বন্ধুত্ব স্বাধীনতা, সাম্য ও সৌভ্রাতৃত্বের বুনিয়াদের উপর গড়ে উঠেছে। শুক্রবার প্যারিসে ইউনেস্কোর প্রধান দফতরে এই বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।  প্রবাসী ভারতীয়দের এই অনুষ্ঠানে তিনি জানান, ‘ভারত-ফ্রান্সের সম্পর্ক নবীন নয়। ভালো ও খারাপ, দুই সময়ের মধ্যে দিয়েই আমরা গিয়েছি। ভারতবাসীদের অনেকেই ফ্রান্সের ফুটবল দলের সমর্থক।

আরো পড়ুন:  ধুকছে দেশের অর্থনীতি, ৭০ বছরে ‘অভূতপূর্ব’ আর্থিক সঙ্কট! অশনি সংকেত রাজীব কুমার-রঘুরাম রাজনের গলায়

বিশ্বের এমন কোনও মঞ্চ নেই যেখানে ফ্রান্স ও ভারত পরস্পরকে সমর্থন জানায়নি।’ তাৎপর্যপূর্নভাবে বলা যায়, দুর্নীতি মামলায় সিবিআই হেফাজতে প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী পি চিদম্বরম। কিন্তু কংগ্রেসের প্রাক্তন মন্ত্রীর গ্রেফতারি নিয়ে গত ৭২ ঘণ্টা ধরে নীরব ছিলেন প্রধানমন্ত্রী।

 

কিন্তু শেষে তাঁর নীরবতা ভাঙলেন ফ্রান্সে। সেখানে প্রবাসী ভারতীয়দের একটি সভায় বললেন, দেখুন কেমন দুর্নীতি আটকে দিয়েছি। তাঁর কথায়, “মানুষের টাকা নিয়ে দুর্নীতি, স্বজনপোষণ আটকে দিয়েছি। রুখে দিয়েছি লুঠ। বন্ধ করেছি সন্ত্রাসবাদী কার্যকলাপ।” শুক্রবার প্যারিসে ইউনেসকোর সদর কার্যালয়ে ওই অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, “এই যে ভারতবর্ষ এখন সামনের দিকে টগবগ করে ছুটছে, এটা মোদীর জন্য নয়। এর কৃতিত্ব ভারতবর্ষের তামাম জনতার। যাঁরা মোদীকে দায়িত্ব দিয়েছেন।”

আরো পড়ুন:  ভারতীয় হিসাবে গর্ব হয় না, বিশ্বের কাছে দেশ মর্যাদা হারিয়েছে! কেন্দ্রের সিদ্ধান্তে ক্ষুব্ধ অর্মত্য সেন

ফ্রান্সে থাকা ভারতীয়দের বিপুল জমায়েতে প্রধানমন্ত্রী আরও বলেছেন, “৭৫ দিন হয়েছে নতুন সরকার এসেছে। কিন্তু এর মধ্যে আপনারা দেখেছেন বেশ কিছু সাহসী সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংসদের কাজে রেকর্ড হয়েছে। গত লোকসভা নির্বাচনে বিজেপির অভূতপূর্ব সাফল্যের বিষয়ে এদিন নরেন্দ্র মোদী বলেন, ‘আপনাদের বলতে চাই, ভারত এখন সবেগে এগোচ্ছে। আমরা যে জনাদেশ পেয়েছি, তা শুধু সরকার চালানোর জন্য নয়, দেশ গড়ার উদ্দেশে।’

এরপর তিনি যোগ করেন, ‘আমি ফুটবলপ্রেমী দেশ থেকে এসেছি। আপনারা গোলের গুরুত্ব বোঝেন, ওটাই চূড়ান্ত সাফল্য। গত ৫ বছরে আমরা সেই সমস্ত গোল নির্দিষ্ট করেছি, যা আগে কেউ সম্ভব হতে পারে বলে মনে করেনি।’

 

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন