আমার সকাল : আজ সুপ্রিম কোর্টে চিদম্বরমের আগাম জামিনের আবেদন আর্জির শুনানি

নিজস্ব প্রতিনিধি : বৃহস্পতিবারই সি বি আই কোর্ট চারদিন সিবি আই হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদম্বরমকে। এরপর আজ, শুক্রবার সুপ্রিম কোর্টে চিদম্বরমের আগাম জামিনের আবেদন আর্জির শুনানি। বিচারপতি আর ভানুমতি এবং এএস বোপান্নার ডিভিশন বেঞ্চে মামলার শুনানি।

হাইকোর্ট আগাম জামিন না দেওয়ায় প্রাক্তন অর্থমন্ত্রী গত বুধবার রাতে গ্রেফতার হন। তার আগে বুধবারই শীর্ষ আদালতের রেজিস্ট্রার (জুডিশিয়াল) চিদম্বরমের আইনজীবীদের জানান, প্রধান বিচারপতি রঞ্জন গগৈ স্থির করেছেন, ওই আবেদনের ওপরে শুনানি হবে শুক্রবার।

আইএনএক্স মিডিয়া আর্থিক কেলেঙ্কারি মামলায় গ্রেফতারের পর চিদম্বরমকে গতকাল বিশেষ সিবিআই আদালতে পেশ করে পাঁচ দিনের জন্য হেফাজতে চেয়েছিলেন তদন্তকারীরা। চার দিন হেফাজত মঞ্জুর করেছেন বিচারক অজয়কুমার কুহার।

আমার সকাল : রাতভর সিবিআইয়ের জেরা! আজ আদালতে তোলা হবে চিদম্বরমকে

সলিসিটর জেনারেল জানিয়েছেন, গত আগস্টে চিদম্বরমকে এই মামলা সম্পর্কিত সমস্ত নথি পেশ করার নির্দেশ দেওয়া হয়েছিল, তিনি তখন কিছু জমা দেননি। শুধু তাই নয়, গতকাল থেকে যখন তাঁকে জেরা করা হচ্ছিল, তখনও তিনি সব প্রশ্নের উত্তর ঘুরিয়ে দিয়েছেন। নীরব না থাকলেও কোনও প্রশ্নের সহজ উত্তর দেননি তিনি। কংগ্রেসের অভিযোগ ছিল, কোনওরকম গ্রেপ্তারি পরোয়ানা ছাড়াই চিদম্বরমকে গ্রেপ্তার করেছে। সেই অভিযোগের পালটা সলিসিটর জেনারেল জানিয়ে দেন, গ্রেপ্তার করার আগে প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছিল।

আমার সকাল: আদালতের কাছে আর্জি, চিদাম্বরমকে ৫ দিন নিজেদের হেফাজতেই রাখতে চায় সিবিআই

২৭ ঘণ্টা বেপাত্তা থাকার পর বুধবার রাতে কংগ্রেস সদর দপ্তরে হাজির হয়েছিলেন পি চিদম্বরম। সাংবাদিক বৈঠকের পরই তাঁর গ্রেপ্তারির আশঙ্কা জোরদার হয়। কয়েক ঘণ্টার মধ্যে সেই আশঙ্কা সত্যি করে নাটকীয়ভাবে গ্রেপ্তার করা হয় প্রাক্তম অর্থমন্ত্রীকে। গেটে বাধা পাওয়ায় পাঁচিল টপকে তাঁর বাড়িতে ঢোকেন সিবিআই আধিকারিকরা। আর নিজেকে রক্ষা করতে পারেননি প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী। তাঁকে নিয়ে যাওয়া হয় দিল্লির সিবিআইয়ের সদর কার্যালয়ে সিজিও কমপ্লেক্স। সেখানেই জীবনে প্রথমবার লক আপে রাত কাটাতে হয় চিদম্বরমকে।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন