লাদাখের ফাইল নিয়েই চিন সফরে যাচ্ছেন ভারতের বিদেশমন্ত্রী

নিজস্ব সংবাদদাতা: সংবিধান থেকে ৩৭০ ধারা তুলে নিয়েছে কেন্দ্রীয় সরকার। জম্মু-কাশ্মীর স্পেশাল রাজ্যের তকমা হারিয়েছে। লাদাখকে আলাদা কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত করা হয়েছে। নয়াদিল্লির কঠিন সিদ্ধান্ত কাটাছেড়া করে দেখেছেন চিন-পাকিস্তানের রাষ্ট্রনেতারা। ভারতের সিদ্ধান্তের প্রতিবাদ আগেই জানিয়েছে ইমরানের দেশ। এমনকি দু’দেশের ট্রেন –বাস, বানিজ্যিক স্তরে সবরকম পথ বন্ধ করেছে পাকিস্তান।আপত্তি জানিয়েছিল চিন। তাদের দাবি, লাদাখের অন্তর্গত সিয়াচেন অঞ্চলটি চিনের ভূখণ্ডের মধ্যে পড়ে। এরপরে রবিবার তিনদিনের চিন সফরে গেলেন বিদেশমন্ত্রী এস জয়শংকর। চিনের নেতাদের সঙ্গে তিনি বেশ কয়েকটি বিষয়ে আলোচনা করবেন বলে জানা গিয়েছে। চলতি বছরের শেষে চিনের প্রেসিডেন্ট শি জিনপিং ভারতে আসছেন। তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ঘরোয়া বৈঠকে বসবেন। একটি সূত্রে জানা গিয়েছে, জিনপিং-এর ভারত সফরের সব ব্যবস্থা পাকা করে ফিরবেন ভারতের বিদেশমন্ত্রী।মোদী দ্বিতীয় দফায় ক্ষমতায় আসার পরে এই প্রথম ভারতের বিদেশমন্ত্রী চিন সফরে যাচ্ছেন। তিনি এর আগে কূটনীতিক হিসাবে ২০০৯ থেকে ’১৩ সাল পর্যন্ত চিনে ছিলেন। ভারতীয় কূটনীতিকদের মধ্যে তিনিই সবচেয়ে বেশি দিন চিনে কাজ করেছেন।

https://aamarsakal.com/2019/08/11/no-one-will-get-out-of-the-house-mike-is-going-curfew-was-issued-in-srinagar-before-returning-to-the-stage/

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন