নিজস্ব প্রতিনিধি : সুষমা স্বরাজের প্রয়াণের পরপরই আবার আশঙ্কার মেঘ ভারতীয় রাজনীতিতে। অসুস্থতার কারণে দিল্লির এইমসে ভর্তি প্রাক্তন অর্থমন্ত্রী অরুণ জেটলি। তাঁকে রাখা হয়েছে ভেন্টিলেটরে।শুক্রবার সকালে শ্বাসকষ্ট জনিত সমস্যা নিয়ে এইমসে ভর্তি হন তিনি। জানা গিয়েছে, কার্ডিওলজি বিভাগে চিকিৎসা চলছে তাঁর। সূত্রের খবর, মেডিক্যাল চেক-আপের জন্যই ভর্তি করা হয়েছে তাঁকে। জেটলির স্বাস্থ্যের খোঁজখবর নিতে এইমসে পৌঁছে গিয়েছেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন ও লোকসভার স্পিকার ওম বিড়লা।
শুক্রবার সকাল ১১টায় এইমসে ভর্তি করা হয় জেটলিকে। তাঁকে কার্ডিওলজি বিভাগের আইসিইউ-তে রাখা হয়েছে বলে খবর। অরুণ জেটলিকে কেন হাসপাতালে ভর্তি করা হয়েছে, তা স্পষ্ট নয়। বলে রাখি, গতবছর কিডনি ট্রান্সপ্লান্ট করেছিলেন প্রাক্তন অর্থমন্ত্রী।
All India Institute of Medical Sciences, Delhi: Arun Jaitley was admitted to AIIMS today morning. He is currently undergoing treatment in the intensive care unit under the supervision of a multidisciplinary team of doctors. At present, he is haemodynamically stable. (file pic) pic.twitter.com/zqq8lK9dTP
— ANI (@ANI) August 9, 2019
দীর্ঘদিন চিকিৎসার জন্য আমেরিকায় ছিলেন তিনি। সে সময় অস্থায়ী ভাবে অর্থ মন্ত্রকে দায়িত্ব দেওয়া হয়েছিল রেলমন্ত্রী পীযূষ গোয়েলকে। মোদী সরকারের দ্বিতীয় মন্ত্রিসভা গঠনের আগে তাঁকে সামিল না করার জন্য প্রধানমন্ত্রীকে অনুরোধ করেন অরুণ জেটলি। তাঁকে সিদ্ধান্ত প্রত্যাহারের জন্য অনুরোধ করেছিলেন খোদ প্রধানমন্ত্রী। অর্থমন্ত্রকে তাঁর কার্যকালে জিএসটি ও নোটবন্দির মতো বলিষ্ঠ সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।