বিদ্যুৎস্পৃষ্ট বাবাকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল ছেলের

নিজস্ব প্রতিনিধি : তড়িদাহত বাবাকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল এক যুবকের। বৃহস্পতিবার সকালে বকুলতলার বাঘবেরিয়া গ্রামে এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে। মৃতের নাম সৌমেন পাত্র (১৯)।

পরিবার সূত্রে জানা গিয়েছে, প্রতিদিনের মতো আজও অফিস যাওয়ার জন্যে ভোর ৫টার সময় ঘুম তেকে উঠে পড়েছিল উত্তম পাত্র। রাতভোর বৃষ্টি হওয়ার জন্যে একটি ছাতা নিয়ে বাড়ির সামনে টিউবওয়েলে স্নাস করতে গিয়েছিল তিনি। ওই কম আলোর মধ্যে মুখ ধোওয়ার সময় কোনওভাবে ছাতার সাথে সামনে ছিঁড়ে পড়ে থাকা বিদ্যুতের তারে স্পর্শ হয়ে যায়। সঙ্গে সঙ্গে তড়িদাহত হন উত্তমবাবুর। এরপরই চিৎকার শুনে ছুটে এসে বাবাকে বাঁচাতে গিয়ে নিজেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আছড়ে পড়েন সৌমেন।

Image may contain: 1 person, closeup

আশেপাশের প্রতিবেশীরা এসে কোনও ভাবে মেন সুইচ অফ করে বিদ্যুৎ বিচ্ছিন্ন করেন। তাদের দুজনকেই নিয়ে যাওয়া হয় বাড়ির কাছের নিমপীঠ গ্রামীণ হাসপাতালে। সেখানে উত্তমবাবু ভালো থাকলেও সৌমেনকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। খবর পেয়ে ঘটনাস্থলে আসে বকুলতলা থানার পুলিশ। কীভাবে এমন দুর্ঘটনা ঘটল খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে তারা।

 

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন