নিজস্ব প্রতিনিধি : আজ ফের সারদা কাণ্ডে তৃণমূল সাংসদ শতাব্দী রায়কে জিজ্ঞাসাবাদ করছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। ইডি সূত্রে জানা গিয়েছে, কীসের জন্য এত বড় অংশের টাকা নিয়েছিলেন সে ব্যাপারেই মূলত তাঁর কাছ থেকে তথ্য চান তদন্তকারীরা। শুধু তা নয়, সারদার কর্ণধার সুদীপ্ত সেনের সঙ্গে কার মাধ্যমে তাঁর সাথে প্রথম যোগাযোগ হয়েছিল, তাঁদের মধ্যে চুক্তির শর্ত কী কী ছিল, এছাড়াও এ ব্যাপারে কোনও লিখিত চুক্তি ছিল কিনা সে বিষয়ে জানতে চাওয়া হতে পারে বলে খবর।
সূত্রের খবর, এর আগে বহুবার সারদার সঙ্গে তাঁর যোগাযোগের কথা অস্বীকার করেছিলেন শতাব্দী। তিনি স্পষ্ট জানিয়েছিলেন, তিনি কখন সারদার ব্র্যান্ড অ্যাম্বাস্যডর ছিলেন না। এমনকি সারদা-র হয়ে কোনও বিজ্ঞাপনেও তিনি অভিনয় করেননি বলে জানিয়েছিলেন। সম্প্রতি ইডি ফের নোটিশ পাঠিয়েছিল শতাব্দীকে। কিন্তু এরপরেই শতাব্দী চিঠি দিয়ে তদন্ত এজেন্সিকে জানান তিনি সারদার থেকে নেওয়া ২৯ লক্ষ টাকা ফেরত দিতে রাজি আছেন। এর আগেও সারদা কাণ্ডে বীরভূমের তৃণমূল সাংসদকে জেরা করেছিল সিবিআই ও ইডি।