নতুন জীবনে, অসফল সম্পর্কের শেষ! বিবাহ-বিচ্ছেদের পথে জাতীয় পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী অনন্যা

নিজস্ব প্রতিনিধি : দীর্ঘ চার বছরের বিয়ে ভেঙে বেরিয়ে আসছেন টালিগঞ্জের অভিনেত্রী। অবশেষে বিবাহ-বিচ্ছেদের পথে জাতীয় পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী অনন্যা চট্টোপাধ্যায়। বৃহস্পতিবারই সোশ্যাল মিডিয়ায় সেই বিচ্ছেদের খবর জানিয়েছেন অনন্যার স্বামী রাজ বন্দ্যোপাধ্যায়।

এছাড়াও রাজ বন্দ্যোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় লেখেন, ”হ্যাপি এন্ডিং বলে বোধহয় কিছু হয় না। নতুন বছর, নতুন জীবন, অসফল সম্পর্কের শেষ। সব পরিণয় আনন্দ ও সুখের হয় না। যেটাই তুমি ভালোবাসো না কেন, তার একটা শেষ আছেই।” সেই পোস্টেই তিনি জানিয়েছেন যে স্ত্রী অনন্যার সঙ্গে বিচ্ছেদ হয়ে যাচ্ছে তাঁর। সব আইনি প্রক্রিয়া সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন তিনি।

রাজ আরও লেখেন, ”আমি এবং আমার স্ত্রী অনন্যা চট্টোপাধ্যায় একে অপরের থেকে আলাদা হয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। শুধুমাত্র আইনি প্রক্রিয়া বাকি রয়েছে। আমাদের বিয়েটা ৪ বছরের আর সম্পর্কটা আরও ৪ বছরের পুরনো। সবমিলিয়ে ৮ বছরের সম্পর্ক। আমি নিজেকে সৌভাগ্যবান মনে করি যে আমার মতো একজন ছাপোষা মানুষ ওর (অনন্যা চট্টোপাধ্যায়) মতো একজন প্রতিভাবান মানুষের সঙ্গে কাটাতে পেরে। তবে জীবনে এগিয়ে যেতেই হয়। আশা করবো ও জীবনে যা কিছু চাইবে তাতে ও সফল হবে।” আগামী জীবনের জন্য অনন্যাকে শুভেচ্ছা জানিয়েছেন তিনি।

তবে অবশ্য অভিনেত্রী অনন্যা চট্টোপাধ্যায় তাঁর বিবাহ-বিচ্ছেদের বিষয়ে প্রকাশ্যে কোনও মন্তব্য করেননি। প্রসঙ্গত, ‘আবহমান’ ছবিতে অভিনয়ের জন্য জাতীয় পুরস্কার পান অভিনেত্রী।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন