সম্পর্কে চির! আটারি সীমান্তে সমঝোতা এক্সপ্রেস আটকালো পাকিস্তান, ফিরিয়ে আনল ভারত

নিজস্ব প্রতিনিধি : ৩৭০ ধারার বিলোপের পরই আজ সকালে সমঝোতা এক্সপ্রেস নিয়ে ভারতে আসতে অস্বীকার করে দিয়েছিল পাক রেলকর্মীরা। তারমধ্যেই ১১০ জন যাত্রী নিয়ে ভারতে ঢুকতে অস্বীকার করলেন পাকিস্তানের রেলচালকরা। লাহোর থেকে নির্দিষ্ট সময়ে রওনা দেওয়ার পরে বৃহস্পতিবার দুপুরে ট্রেনটি পাকিস্তানের ওয়াঘা সীমান্তে দাঁড় করিয়ে দেন পাক রেলকর্মীরা। ওয়াঘাতেই দীর্ঘক্ষণ আটকে থাকে ট্রেনটি। শেষে ভারত থেকে চালক ও ইঞ্জিন পাঠিয়ে ফিরিয়ে আনা হন সমঝোতা এক্সপ্রেস।

কাশ্মীর ইস্যুতে পাকিস্তানের উস্কানি অব্যাহত। আজ দুপুরে সমঝোতা এক্সপ্রেস বন্ধের কথা ঘোষণা করে ইসলামাবাদ। আর এই ঘোষণার পরই মাঝপথেই দাঁড় করিয়ে দেওয়া হয় সমঝোতা এক্সপ্রসকে।

এদিন সকালেই পাকিস্তানের তরফ থেকে সিদ্ধান্ত নেওয়া হয় যে সমঝোতা এক্সপ্রেস আর চালাবে না পাকিস্তান। তবে ভারতকে এবিষয়ে কিছু জানানো হয়নি। পরে বলা হয় যে পাকিস্তানের চালক ভারতে প্রবেশ করতে চাইছেন না। তাঁদের আশঙ্কা, ভারতে গেলে তাঁরা বিপদে পড়তে পারেন। তাই স্থির হয়েছে, তাঁরা ওই ট্রেন নিয়ে আসবেন ওয়াঘা সীমান্ত পর্যন্ত। সেখান থেকে ভারতীয় রেলকর্মীরা ট্রেনটিকে ভারতে নিয়ে আসবেন। পাকিস্তানের রেলমন্ত্রী জানিয়েছেন, আপাতত সমঝোতা এক্সপ্রেস বাতিল। তিনি যতদিন রেলমন্ত্রী আছেন, সমঝোতা এক্সপ্রেস চলার আর কোনও প্রশ্ন নেই।

ভারতীয় রেলের তরফে জানানো হয়েছে, ‘সমঝোতা এক্সপ্রেস ভারতের আট্টারি থেকে ওয়াঘা সীমান্ত পেরিয়ে পাকিস্তানের লাহোর পর্যন্ত চলাচল করে। ট্রেনটি বর্তমানে পাকিস্তানের ওয়াঘা সীমান্তে দাঁড়িয়ে রয়েছে এবং তাতে ১১০ জন যাত্রী রয়েছেন। আট্টারি থেকে আমাদের কর্মীরা একটি ইঞ্জিন নিয়ে রওনা হয়েছেন। আট্টারিতে ৭০ জন যাত্রী পাকিস্তান যাওয়ার জন্য অপেক্ষা করছেন। এই কারণে, ট্রেনটি বাতিল হয়েছে বলা যায় না।’

https://aamarsakal.com/2019/08/08/islamabad-plans-to-keep-delhi-under-pressure-pakistan-decides-to-shut-down-express-express/

প্রসঙ্গত, পাকিস্তানের আকাশসীমা ভারতের জন্য বন্ধ করার সিদ্ধান্ত ঘিরে বিভ্রান্তি ছড়িয়েছে। সে দেশে ভারতীয় সিনেমা দেখানোর উপর নিষেধাজ্ঞাও জারি করেছে ইমরান খানের সরকার।

ভারতীয় সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ রদ করে কাশ্মীরের বিশেষ মর্যাদা তুলে নেওয়ার জেরে বুধবার ইসলামাবাদে ভারতীয় রাষ্ট্রদূতকে বহিস্কার করে পাকিস্তান। তার জেরে কড়া বিবৃতি দিয়েছে ভারতও।  অর্থাৎ দ্বিপাক্ষিক সম্পর্ক ছিন্নই করে দিয়েছে ইসলামাবাদ। এর পর দু’দেশের মধ্যে যাতায়াতকারী সমঝোতা এক্সপ্রেসবন্ধের সিদ্ধান্ত নিয়ে কার্যত প্রতিবেশী দুই দেশের সম্পর্কে ইতিই টেনে দিলেন ইমরান খান।

 

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন