নিজস্ব প্রতিনিধি : প্রাক্তন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজের মৃত্যুতে শোকস্তব্ধ গোটা দেশ। গতকাল রাতে খবর পেয়েই টুইটে শোকজ্ঞাপন করেছিলেন মোদী-সহ বেশ কিছু রাজনৈতিক ব্যক্তিত্ব। বিজেপী নেত্রীর মৃত্যুতে শোকজ্ঞাপন করেছেন রাজনীতিকরা। পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় শোকবার্তা লিখেছে বলিউডও। ট্যুইট করে নিজেদের মনের অবস্থা জানিয়েছেন অনুপম খের, পরিণীতি চোপড়া, স্বরা ভাস্কর, বিশাল দাদলানি, বোমান ইরানি, রীতেশ দেশমুখ ও একতা কাপুর। ট্যুইটে সমবেদনা জানিয়েছেন লতা মঙ্গেশকর, প্রসূন জোশী, জাভেদ আখতার, শাবানা আজমিরাও।
— Anupam Kher (@AnupamPKher) August 6, 2019
নিজের টুইটার অ্যাকাউন্ট থেকে একটি লাইভ ভিডিও শেয়ার করে মঙ্গলবার রাতেই অনুপম লেখেন, ‘সুষমার মতো একজন সৎ,আদর্শবান রাজনৈতিক ব্যক্তিত্ব আর নেই।’অনুপমএই মুহূর্তে নিউ ইয়র্কে। ঘটনার আকস্মিকতায় এতটাই স্তম্ভিত যে কিছুটা হালকা হতেই তাঁর এই টুইটার লাইভ, এ কথাও জানান অনুপম।
Deeply saddened by Sushma ji’s demise.The Music Fraternity will be indebted to her for magnificent defence of their rights in the Lok Sabha . You were an exceptional person Sushmaji. We will always remain thankful to you.
— Javed Akhtar (@Javedakhtarjadu) August 6, 2019
সুষমা স্বরাজের মৃত্যুতে শোকপ্রকাশ করে গীতিকার, চিত্রনাট্যকার তথা কবি জাভেদ আখতার লিখেছেন, ”সুষমাজীর মৃত্যুতে গভীরভাবে শোকাহত। লোকসভায় তাঁদের অধিকার নিয়ে লড়াই করার জন্য গোটা সঙ্গীতজগত তাঁর কাছে কৃতজ্ঞ। আপনি মানুষ হিসাবে অনন্য। আমরা আপনার কাছে চিরর কৃতজ্ঞ।”
Deeply shocked and saddened to hear about Sushma Swaraj ji’s sudden demise.
A graceful and honest leader, a sensitive and selfless soul, a keen understanding of music and poetry and a dear friend. Our former external minister will be remembered fondly.— Lata Mangeshkar (@mangeshkarlata) August 6, 2019
Sushmaji..we shall miss you dearly..🙏🏼
— ashabhosle (@ashabhosle) August 6, 2019
প্রাক্তন বিদেশমন্ত্রীর মৃত্যুতে শোকপ্রকাশ করে ‘সুর সম্রাজ্ঞী’ লতা মঙ্গেশকর লিখেছেন, ”সুষমাজীর আকষ্মিক মৃত্যুতে আমি স্তম্ভিত। উনি মন্ত্রী হিসাবে ভীষণই ভালো ও সৎ ছিলেন। উনি এমন একজন হৃদয়বান ও স্বার্থহীন মানুষ ছিলেন, যিনি সঙ্গীতকেও বুঝতেন। আমাদের প্রাক্তন মন্ত্রীকে আমরা চিরকাল মনে রাখবো।” সুষমা স্বরাজের মৃত্যুতে শোকজ্ঞাপন করেছেন আশা ভোঁসলেও। তিনি লিখেছেন, ”সুষমাজী আমরা আমার অভাব বোধ করবো।… ”
Deeply saddened that Sushma Swaraj has passed away.Inspite of political differences we had an extremely cordial relationship. I was 1 of her Navratans as she called us during her I and B ministership and she gave industry status to film. Articulate sharp and accessible. RIP
— Azmi Shabana (@AzmiShabana) August 6, 2019
শাবানা আজমি লিখেছেন, ”সুষমাজীর মৃত্যুতে গভীরভাবে শোকাহত। উনি এমন একজন মানুষ, যাঁর সঙ্গে রাজনৈতিক মত পার্থক্য থাকা সত্ত্বেও একটা সুন্দর সম্পর্ক ছিল। ওনার মন্ত্রীত্বকালীন সময়ে আমাকে উনি নবরত্ন বলে উল্লেখ করেছিলেন। উনি এমন একজন যিনি চলচ্চিত্রকে শিল্পের মর্যাদা দিয়েছিলেন। ”
I hail from Ambala Cantt, same as Sushma Swaraj ji. Always felt proud that a woman from our small town made it big, and made a difference. Sushma ji rest in peace. You inspired me on a personal level. #RIPSushmaSwarajJi
— Parineeti Chopra (@ParineetiChopra) August 6, 2019
অভিনেত্রী পরিণীতি চোপড়া লিখেছেন, ”হরিয়ানার আম্বালা শহরের আমার জন্ম। সুষমা স্বরাজও ওই একই শহরের বাসিন্দা। আমি ওনার মতো এক মহিলার জন্য চিরকাল গর্বিত। উনিই আমাদের ওই ছোট্ট শহরকে এমন উচ্চতায় পৌঁছে দিয়েছেন। সুষমাজীর আত্মার শান্তি কামনা করি। উনি আমাকে ব্যক্তিগতভাবে সব সময় অনুপ্রাণিত করে এসেছেন।”
RIP Sushma ji. Absolutely shocked and devastated to hear about her passing. She was always close to me and was extremely kind, since the early days. My heartfelt condolences to the family & our entire nation for this great loss.
— Sanjay Dutt (@duttsanjay) August 6, 2019
অভিনেতা সঞ্জয় দত্ত লেখেন, “ বরাবরই আমার কাছের মানুষ ছিলেন তিনি। সেই শুরুর দিন থেকেই পাশে পেয়েছি। দেশের বিরাট ক্ষতি হল।”
You stood tall amongst giants… #SushmaSwaraj ji .. we will miss you #WomanPower 🙏🏽🙏🏽 #Respect #Rip pic.twitter.com/KVXjbCDiXB
— Riteish Deshmukh (@Riteishd) August 6, 2019
অভিনেতা রীতেশ দেশমুখের কথায়, ”আমার সৌভাগ্য যে ব্যক্তিগত ভাবে আমার ওনার সঙ্গে দেখা করার সুযোগ হয়েছিল। ২০০১ সালে উনি যখন রামোজি ফিল্ম সিটিতে গিয়েছিলাম তখন জেনেলিমা আর আমি ওখানে আমাদের প্রথম ছবির শ্যুটিং করছিলাম। উনি আমার সাফল্য কামনা করেন এবং আমায় আশীর্বাদ করেন। একজন নবাগত হিসাবে উনি আমায় উৎসাহিত করেছিলেন। আমি ওনার কাছে কৃতজ্ঞ। ”
India has lost its extraordinary leader, minister and personality.. May God bless her soul 🙏 #SushmaSwaraj
— arjunk26 (@arjunk26) August 6, 2019
সুষমা স্বরাজের মৃত্যুতে অভিনেতা অর্জুন কাপুর লিখেছেন, ”উনি অসাধারণ, নেত্রী, মন্ত্রী ও ব্যক্তিত্ব।” সুষমাজীর মৃত্যুতে শোকপ্রকাশ করে তাঁর আত্মার শান্তি কামনা করেছেন অনুষ্কা শর্মা।শোকজ্ঞাপন করেছেন অভিনেতা ঋষি কাপুর।
#RIPSushmaSwarajJi …an amazing leader, orator and minister….. condolences to the family…🙏🙏🙏
— Karan Johar (@karanjohar) August 6, 2019
সুষমা স্বরাজের মৃত্যুতে শোকজ্ঞাপন করেছেন করণ জোহর, অনুরাগ কাশ্যপ, পরিচালক মধুর ভাণ্ডারকর, অর্জুন কপূর, ইয়ামি গৌতম, আয়ুষ্মান খুরানা সহ আরও অনেকেই।
It's with a heavy heart that we bid goodbye to the fierce leader and exceptional human being that was @SushmaSwaraj ji. Her loss will be felt deeply by the whole nation as we keep the memory of her leadership & wisdom alive in our hearts…RIP Iron Lady 🙏
— Anil Kapoor (@AnilKapoor) August 7, 2019
A great leader, wonderful human being ,fearless lady and a true role model towards women empowerment. Rest in peace #SushmaSwaraj ji🙏🏻
— Yami Gautam (@yamigautam) August 6, 2019
In my younger years I got so much support from Shushma ji ! I still have pictures with her giving me my first award all over my office!gutted sad at d loss of a lady who taught me my first lesson… women should help women grow ! Thanku n rip shushmaji #RIPSushmaSwarajJi https://t.co/tyAHCa3vYf
— Ekta Kapoor (@ektarkapoor) August 6, 2019
#SushmaSwaraj ji, may your soul rest in peace. 🙏🏻
— Ayushmann Khurrana (@ayushmannk) August 6, 2019
মঙ্গলবার দিল্লির এইমসে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন প্রাক্তন বিদেশমন্ত্রী। হৃদযন্ত্র বিকল হয়ে মৃত্যু হয়েছে তাঁর। বয়স হয়েছিল ৬৭ বছর। বুধবার পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য সম্পন্ন হবে প্রাক্তন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজের।