নিজস্ব প্রতিনিধি : প্রাক্তন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজের মৃত্যুতে শোকস্তব্ধ গোটা দেশ। গতকাল রাতে খবর পেয়েই টুইটে শোকজ্ঞাপন করেছিলেন মোদী-সহ বেশ কিছু রাজনৈতিক ব্যক্তিত্ব। আর এবার সুষমা স্বরাজের অকস্মাৎ প্রয়াণে টুইটারে শোকপ্রকাশ করেছেন টেলি তারকা করণবীর ভোরা। করণবীর ভোরা এবার সুষমাস্বরাজের সাথে তাঁর মাতৃত্বের কথা জানালেন সোশ্যাল মিডিয়ায়। তিনি বললেন, ‘বিদেশে ভারতীয়রা বিপদে পড়লেই সব সময় এগিয়ে আসতেন সুষমা স্বরাজ। তিনি আগলে রাখতেন ঠিক মায়ের মতো করে। আমাকেও একবার বাঁচিয়েছিলেন বিপদ থেকে।
Shocked to hear that @SushmaSwaraj ji passed away.A woman who worked hard for the betterment of r country,she never made any Indian feel alienated when in trouble in a foreign land.
(Like in Russia, if it wasn't for Sushmaji I wud have been impounded) #RIPSushmaJi #Jaihind🇮🇳— Karenvir Bohra (@KVBohra) August 6, 2019
এই জানুয়ারিতেই মস্কো গিয়েছিলেন করণবীর। তিনি জানিয়েছেন, মস্কো গিয়ে আমার পাসপোর্টে সমস্যা দেখা দেয়। বিমানবন্দরেই আমাকে আটকে দেয় পুলিশ। সেই সময় আমি খুব ভয় পেয়ে গেছিলাম। ঠিক বুঝতে পারছিলাম না কী করব। তখনই সুষমাজির সঙ্গে আমরা যোগাযোগ করি। উনিই ভারতীয় দূতাবাসের সঙ্গে কথা বলে সঙ্গে সঙ্গে টেম্পোরারি পাসপোর্টের ব্যবস্থা করে দেন আমাকে।” এছাড়াও টুইটারে তিনি লিখেছেন, “সুষমাজির প্রয়াণের খবর শুনে আমি স্তম্ভিত। দেশের জন্য তাঁর অবদান ভোলার মতো নয়।”
পাসপোর্ট থেকে ভিসা সমস্যা? বিদেশে গিয়ে আটকে পড়েছেন? হানিমুনে একা যেতে হচ্ছে? দেশের মানুষ নির্দ্বিধায় টুইট করেছেন তাঁদের প্রিয় ‘সুষমাজি’কে। আর তাঁদের কাউকেই নিরাশ করেননি ভারতের প্রাক্তন বিদেশমন্ত্রী। শুধু দেশের মানুষ নয়, সুষমা স্বরাজের ‘দেখভাল’ থেকে বঞ্চিত হননি এদেশে ঘুরতে আসা বিদেশিরাও। দেশের মানুষের সাহায্যার্থে সর্বদা সজাগ দৃষ্টি ছিল তাঁর।