''ভারত যে পথে এগোচ্ছে তাতে আবার একবার পুলওয়ামা হবে'', ৩৭০ রদ নিয়ে ভারতকে হুঁশিয়ারি ইমরানের

নিজস্ব প্রতিনিধি : ভারতীয় সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ রদ করার কেন্দ্রীয় সিদ্ধান্ত নিয়ে গোটা দেশ উত্তাল। সেই সময় কাশ্মীরে ৩৭০ ধারা বিলোপ নিয়ে ভারতকে হুঁশিয়ারি দিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। পাক সংসদে দাঁড়িয়ে রীতিমতো আক্রমণাত্মক ভঙ্গিতে ইমরান বললেন, “ভারত যে পথে এগোচ্ছে তাতে আরও একটা পুলওয়ামা হবে। আর তাঁর জন্য পাকিস্তান দায়ী থাকবে না।” শুধু তাই নয়, পাক প্রধানমন্ত্রীর দাবি, “কাশ্মীর নিয়ে ভারত যে মনোভাব দেখাচ্ছে তা ঔদ্ধত এবং স্বৈরাচারের পরিচয়। আমরা চেয়েছিলাম আলোচনা করে শান্তিপূর্ণভাবে কাশ্মীর সমস্যার সমাধান করতে। কিন্তু ভারত সমস্যা আরও বাড়াচ্ছে।” আজ সন্ধ্যায় লোকসভায় জম্মু কাশ্মীর পুনর্গঠন বিলও পাশ হল।

গত সোমবারই একটি পাক টিভি চ্যানেলে দেওয়া এক সাক্ষাৎকারে ইমরান খানকে বলতে শোনা যায়, ভারতের এই সিদ্ধান্ত অবৈধ। রাষ্ট্রপুঞ্জের প্রস্তাবনা অগ্রাহ্য করছে ভারত। ভারতের এই সিদ্ধান্ত আগামী দিনে দুই নিউক্লিয়ার শক্তিধর দেশের পারস্পরিক সম্পর্কের অবনতি ঘটাবে। এ দিন সংসদের যৌথ অধিবেশনে আরও এক ধাপ এগিয়ে ইমরান বললেন, ‘‘ভারতের এই সিদ্ধান্ত আরও একটি পুলওয়ামার জন্ম দেবে।’’
ইমরান খান বলেন, “এবার কাশ্মীরে আরও দমননীতি চালাবে ভারত। নির্মমভাবে বাহিনী ব্যবহার করে কাশ্মীরিদের দমন করা হবে। আমার ভয় ওরা কাশ্মীরের মাটির জন্য কাশ্মীরদের নির্মমভাবে গণহত্যা করতে পারে। এই ধরনের পদক্ষেপ যদি নেওয়া হয়, তাহলে পুলওয়ামার মতো ঘটনা আবার ঘটবে, ঘটতে বাধ্য। এতে পাকিস্তানের কিছু করার থাকবে না।” কূটনীতিকদের একাংশ বলছেন, সংসদে দাঁড়িয়ে ইমরান খান যেভাবে পুলওয়ামার ধাঁচে হামলার হুঁশিয়ারি দিলেন, তাতে একটা জিনিস স্পষ্ট হয়ে গেল, পুলওয়ামা হামলায় পাকিস্তানের প্রত্যক্ষ মদত ছিল

 

 

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন