নিজস্ব সংবাদদাতা: স্বাধীনতার ৭০ বছর পরে জম্মু-কাশ্মীর নিয়ে কঠিন পদক্ষেপ নিয়েছে মোদী সরকার। কেন্দ্রীয় নেতারা বলতে শুরু করেছেন, এবছর ১৫ই অগাষ্ট স্বাধীনতা দিবসের আগে কাশ্মীরের পুর্নজন্ম হল। সংবিধানের ৩৭০ ধারা বাতিল করেছে কেন্দ্রীয় সরকার। এর দিল্লির এই সিদ্ধান্তে বেজায় চটেছে ইসলামাবাদ।ভারতকে চাপে রাখতে বানিজ্যিক সবচুক্তি বাতিল করেছে পাক সরকার। শুধু তাই নয় নিজেদের কড়া মনোভাবে কথা জানিয়ে ইসলামাবাদে নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূতকেও দেশ ছাড়ার নির্দেশ দিয়েছে ইসলামাবাদ। ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ীর আমলে চালু হয়েছিল দিল্লি-লাহোর সমঝোতা এক্সপ্রেস। কিন্তু এবার ৩৭০ ধারার বিলোপের পর সমঝোতা এক্সপ্রেস নিয়ে ভারতে আসতে অস্বীকার করলেন পাকিস্তানের রেলকর্মীরা। তাঁদের আশঙ্কা, ভারতে গেলে তাঁরা বিপদে পড়তে পারেন। তাই স্থির হয়েছে, তাঁরা ওই ট্রেন নিয়ে আসবেন ওয়াঘা সীমান্ত পর্যন্ত। সেখান থেকে ভারতীয় রেলকর্মীরা ট্রেনটিকে ভারতে নিয়ে আসবেন।জানা গিয়েছে, পাকিস্তানের নিরাপত্তা কমিটির বৈঠকে ইমরান সরকার ঠিক করেছে, এবার অনির্দিষ্ট কালের জন্য ভারত-পাক সমঝোতা এক্সপ্রেস তারা বন্ধ রাখবে। বৃহস্পতিবার পাক সংবাদমাধ্যম সূত্রে খবর, কাশ্মীর ইস্যুতে প্রতিবাদ স্বরূপ ফের একবার সমঝোতা এক্সপ্রেস বন্ধ করল পাকিস্তান। প্রসঙ্গত কাশ্মীর ইস্যুকে আন্তর্জাতিক স্তরে নিয়ে যেতে এবং পাক সরকারের বিরোধীতাকে আরও মজবুত করতে এই পদক্ষেপ নিয়েছে ইমরান সরকার বলে আন্তর্জাতিক বিশেষজ্ঞদের মত।
লাহোর থেকে আটারি পর্যন্ত এই দূরপাল্লার ট্রেন বৃহস্পতিবার সকাল ৮টা নাগাদ পাকিস্তান থেকে ছাড়ার কথা ছিল। তবে পাক রেলওয়ের অ্যাডিশনাল জেনারেল ম্যানেজার জানিয়েছেন, ‘নিরাপত্তা বিষয়ক তীব্র চাপানউতোরের মধ্যে যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না-ঘটে, সে জন্য ট্রেনের পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’ আজ এস জয়শঙ্করের মন্ত্রক থেকে স্পষ্ট ভাষায় বুঝিয়ে দেওয়া হয়, কাশ্মীর সমস্যা সম্পূর্ণরূপে ভারতের অভ্যন্তরীণ বিষয়। আজ এক বিবৃতি দিয়ে বিদেশমন্ত্রকের তরফে জানানো হয়, গতকাল পাকিস্তান যে সব সিদ্ধান্ত নিয়েছে, তা দুঃখজনক বিষয়।
https://aamarsakal.com/2019/08/08/ghulam-prophet-arrested-srinagar-airport-was-shipped-back-to-delhi/