আমার সকাল: প্রথম ভারতীয় প্রধানমন্ত্রী হিসাবে বাহারিনে পা রাখলেন নরেন্দ্র মোদী

নিজস্ব সংবাদদাতা: দেশের বিপুল জনসর্মথনে ভর করে দ্বিতীয়বারের জন্য দেশের মসনদে বসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।আর তারপর থেকেই তাঁর একের পর এক সাহসী পদক্ষেপ দেখে মোদী জয়জয়কার দেশজুড়ে। আর এই খ্যাতি শুধু দেশের মধ্যে নেই। ছড়িয়ে পড়েছে অন্য দেশেও।

 

ভারত সংবিধানের ৩৭০ ধারা বিলোপ করার পরেই পাকিস্তান বলেছিল, এর বিরুদ্ধে  তারা আন্তর্জাতিক জনমত তৈরি করবে। সেইমতো রাষ্ট্রপুঞ্জে ও অন্যত্র ভারতবিরোধী প্রচারও চালিয়েছে পাকিস্তান। এরই মধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সর্বোচ্চ অসামরিক সম্মান দিয়েছে সংযুক্ত আরব আমিরশাহি।

আরো পড়ুণ:    স্বজনপোষণ আটকে দিয়েছি, লুঠ বন্ধ করেছি! ফ্রান্সে গিয়ে ভারতকে ছোটানোর কথা বললেন নমো

দু’দিনের সফরে শনিবার রাজধানী মানামায় পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই প্রথম কোনও ভারতীয় প্রধানমন্ত্রী বাহারিন সফরে এলেন। সেদিক থেকে দেখলে তাঁর এই সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ।

দু’দিনের এই সফরে একগুচ্ছ কর্মসূচি আছে প্রধানমন্ত্রী মোদীর। বাহারিনের রাজা হামাদ বিন ইসা আল খালিফার সঙ্গে বৈঠক করবেন তিনি। এই বৈঠকে বিভিন্ন দ্বিপাক্ষিক ও আঞ্চলিক বিষয় উত্থাপিত হবে। এছাড়া শ্রীনাথজি মন্দিরের উন্নয়ন প্রকল্পের আনুষ্ঠানিক সূচনা অনুষ্ঠানেও উপস্থিত থাকবেন নমো।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন