আমার সকাল: রহস্যের যবনিকা টেনে আমেরিকা জানালো ‘জিহাদের যুবরাজ’ ওসামা-পুত্র হামজ়া বিন লাদেন নিহতই

নিজস্ব সংবাদদাতা: মৃত্যু হয়েছে ‘জেহাদের যুবরাজ’ হামজা বিন লাদেনের। জল্পনা উড়িয়ে অবশেষে সাফ জানাল আমেরিকা। নিহত আল কায়দা প্রধান ওসামা বিন লাদেনের সবচেয়ে প্রিয় সন্তানের মৃত্যুর খবর সর্ববসমক্ষে প্রকাশ করলেন মার্কিন প্রতিরক্ষা সচিব মার্ক এসপার।

আরো পড়ুন:    মানুষই আগুন লাগিয়েছে আমাজনে! ‘পৃথিবীর ফুসফুস’কে বাঁচাতে এগিয়ে এল বলিভিয়া, জল ঢালবে বিমান

লাদেন পুত্রের মাথার দাম এক সময় ১০ লক্ষ ডলার ঘোষণা করেছিল আমেরিকা। ওসামা বিন লাদেনের পরে বয়স্ক নেতাদের প্রভাব ফিকে হতে থাকায় তরুণ মুখ হামজ়াই হয়ে উঠেছিল আল কায়দার নতুন মুখ। সন্ত্রাসের এক নতুন নাম। ওসামা-পুত্র সেই হামজ়া বিন লাদেনের মৃত্যু সংবাদ নিয়ে গত বছর থেকেই টালবাহানা করছে আমেরিকা। কখনও দাবি করা হয়েছে প্রকাশ্যে দেখা গেছে হামজ়াকে, আবার কখনও মার্কিন গোয়েন্দারা খবর দিয়েছেন, নিহত হয়েছে ওসামা-পুত্র।

গত বুধবার সাংবাদিক বৈঠক করে আমেরিকার প্রতিরক্ষা সচিব মার্ক এসপার বলেছেন, “আমার কাছে বিস্তারিত তথ্য নেই, তবে এটা নিশ্চিত হামজ়া বিন লাদেন হত।” তবে কী ভাবে বা কোথায় হামজ়ার মৃত্যু হয়েছে সে ব্যাপারে মুখ খোলেননি তিনি। সন্ত্রাসবাদ নিয়ে কাজ করা বিশ্লেষকদের অধিকাংশই মনে করছেন, মার্কিন ড্রোন হানায় মৃত্যু হয়েছে হামজার৷ বরাবরই হামজাকে আফগানিস্তান থেকে দুরে রেখেছিল ওসামা৷ হামজার জন্ম হয় সৌদি আরবে৷

আরো পড়ুণ:   সন্ত্রাসে মদত! পাকিস্তানকে কালো তালিকাভুক্ত করল এফএটিএফ

সেখানেই বেশ কয়েকবছর কাটানোর পর আফগানিস্তানে আসে সে৷  অ্যাবোটাবাদে অপারেশন নেপচুনস স্পিয়ারে ওসামা নিকেশের আগেই ইরান চলে যায় হামজা৷ সেখানেই তাকে গৃহবন্দি করে রাখা হয়৷ মূলত, সুন্নি জঙ্গি সংগঠন আল কায়দাকে বাগে রাখতে ও শিয়া সংখ্যাগুরু ইরানে হামলা ঠেকাতে হামজাকে ঢালের মতোই ব্যবহার করে তেহরান৷ তবে কোনওভাবে আফগানিস্তানে পালিয়ে যেতে সক্ষম হয় লাদেনের ২৩ সন্তানের মধ্যে সবচেয়ে নজরকাড়া হামজা বিন লাদেন৷

পাক-আফগান সীমান্ত থেকেই আমেরিকার বিরুদ্ধে যুদ্ধের হুঙ্কার দেয় আল কায়দার পোস্টার বয়৷ ২০১৫ সাল থেকে ২০১৮ পর্যন্ত নানা একাধিক অডিয়ো বার্তায় শোনা গিয়েছিল, সিরিয়ায় জঙ্গিদের জোট বাঁধার কথা বলছে হা‌মজ়া। তরুণদের ওসামার আদর্শে অনুপ্রাণিত হয়ে মার্কিন যুক্তরাষ্ট্র এবং অন্য পশ্চিমী দেশগুলির রাজধানীতে হামলা চালানোর বার্তা দিত হামজ়া।  পাশাপাশি আল কায়দার আরব উপদ্বীপ শাখার সঙ্গে হাত মিলিয়ে সৌদি আরবের বিরুদ্ধে লড়তে সৌদি জনজাতিগুলিকে একজোট হতেও বলেছিল সে।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন