নিজস্ব সংবাদদাতা: ৫ অগস্ট কাশ্মীরের উপর থেকে স্পেশ্যাল স্ট্যাটাস তুলে নেওয়ার পর থেকেই ক্ষুব্ধ পাকিস্তান। বাস, ট্রেনের পাশাপাশি ভারতের সাথে স্তরে বানিজ্যিক স্তরেও ছেদ ফেলেছে পাকিস্তান। রাষ্ট্রপুঞ্জে ভারতের বিরুদ্ধে নালিশ জানাতেও সচেষ্ট হয় ইমরান খানের প্রশা্সন। কিন্তু কোন কিছুতেই টলানো যায় নি নয়াদিল্লিকে। তবে পাকিস্তান বারবার বলে আসছে তাঁরা কাশ্মীরিদের পাশে আছেন। প্রধানমন্ত্রী ইমরান খান, বিদেশমন্ত্রী শাহ মেহমুদ কুরেশি থেকে শুরু করে অনেক নেতাই ভারতের সিদ্ধান্তের প্রবল সমালোচনা করেছেন। এ ছাড়াও এই সিদ্ধান্তের বিরোধিতা করতে পাকিস্তানে সব ভারতীয় ছবি, থিয়েটার নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। নিষিদ্ধ করা হয়েছে ভারতের বিজ্ঞাপনকেও। এ বছর ১৫ অগস্ট পাকিস্তান জুড়ে কালাদিবস পালন করা হয়েছে। এবার কাশ্মীরিদের পাশে দাঁড়াতে অভিনব পদক্ষেপ নিল পাকিস্তান। পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের প্রতিটি জেলার একটি করে রাস্তার নামকরণ করা হবে কাশ্মীরের নামে, এমনটাই জানিয়েছেন সেখানকার মুখ্যমন্ত্রী। জানানো হয়েছে, বদলানো হবে বেশ কিছু পার্কের নামও।
শুক্রবার পঞ্জাব প্রদেশের মুখ্যমন্ত্রী উসমান বুজদার এই ঘোষণা করেন। তিনি বলেন, “পঞ্জাব প্রদেশের ৩৬টি রাস্তা অর্থাৎ প্রতিটি জেলার একটি করে রাস্তার নাম রাখা হবে কাশ্মীর রোড। এ ছাড়াও এই প্রদেশের ৫টি পার্কের নাম রাখা হবে কাশ্মীর পার্ক। এ ভাবেই আমরা কাশ্মীরি ভাইদের এই লড়াইয়ে সমর্থন জানাবো। তাঁদের বলতে চাই, আমরা সবসময় তাঁদের পাশে আছি।”
https://aamarsakal.com/2019/08/16/rasgollah-has-to-leave-the-security-guard-modiji-is-not-fed-i-am-tied-up/