কাশ্মীর প্রবেশে বাধা! শ্রীনগর বিমানবন্দরে আটকে দেওয়া হল সীতারাম-সহ সিপিএম নেতাদের

নিজস্ব প্রতিনিধি : গতকালই শ্রীনগর বিমানবন্দরে আটকে দেওয়া হয় কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ও কংগ্রেস সাংসদ গুলাম নবিকে। আগে থেকে জম্মু ও কাশ্মীরের রাজ্যপালকে জানিয়ে কাশ্মীর যাওয়া সত্ত্বেও এবার শ্রীনগর বিমানবন্দরে আটকে দেওয়া হল সিপিআই(এম) সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরীকে।  তাঁর সঙ্গে আটকানো হয়েছে আরও এক সিপিএম নেতা ডি রাজাকেও। শুক্রবার বিকেল পাঁচটার উড়ানে এই দুই নেতাকে দিল্লি ফিরিয়ে দেওয়া হবে।

দলের নেতাদের আটকে দেওয়ার খবর এ দিন টুইট করে জানিয়েছে সিপিএম। এদিন এক ট্যুইট বার্তায় সিপিআই(এম)-এর পক্ষ থেকে জানানো হয়েছে, “সীতারাম ইয়েচুরীকে শ্রীনগর বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে এবং তাঁকে কোথাও যেতে দেওয়া হচ্ছে না। অথচ প্রশাসনকে আগেই জানিয়ে দেওয়া হয়েছিল যে আমাদের দলের বিধায়ক ইউসুফ তারিগামি এবং দলের অন্যান্য নেতার সঙ্গে দেখা করার জন্য শ্রীনগর যাবেন ইয়েচুরি। বেআইনি ভাবে এই আটক করার বিরুদ্ধে আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি।”

প্রসঙ্গত, বৃহস্পতিবার ভেঙে যাওয়া জম্মু-কাশ্মীর বিধানসভার দলীয় বিধায়ক ও অন্যান্য নেতৃত্বের খোঁজ নিতে শুক্রবার শ্রীনগরে যেতে চেয়েছিলেন ইয়েচুরি। প্রশাসনের বাঁধা এড়াতে রাজ্যপাল সত্যপাল মালিককে চিঠিও দিয়েছিলেন তিনি

সীতারাম ইয়েচুরী জম্মু ও কাশ্মীরের রাজ্যপাল সত্যপাল মালিককে জানিয়েছিলেন, ”জম্মু ও কাশ্মীরে কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া (মার্কসবাদীর) সক্রিয় শাখা আছে এবং রাজ্যের ভেঙে দেওয়া বিধানসভায় মহম্মদ ইউসুফ তারিগামী, আমাদের একজন বিধায়কও আছেন। এক জাতীয় দলের সাধারণ সম্পাদক হিসেবে আমি মহম্মদ ইউসুফ তারিগামীর সঙ্গে (আমি খবর পেয়েছি তিনি অসুস্থ) এবং আমার দলের অন্যান্য সদস্যদের সঙ্গে দেখা করার জন্য ৯ তারিখ সকালে শ্রীনগর যাবো। আমি আশা করবো আমার দলের একজন নেতা হিসেবে আমার দায়িত্ব পালনে প্রশাসন কোনো বাধা সৃষ্টি করবে না”।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন